ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে শুভসূচনা কলকাতার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ১০:০৮

আসরের প্রথম হাফ সেঞ্চুরি এসেছে ধোনির ব্যাট থেকে। ছবি: আইপিএল আসরের প্রথম হাফ সেঞ্চুরি এসেছে ধোনির ব্যাট থেকে। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ পর্দা উঠেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শুভসূচনা করলো কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের দেওয়া ১৩২ রানের টার্গেট, ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় কলকাতা। 

মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে এদিন অবশ্য দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় কলকাতা। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন ভেঙ্কাটেশ আইয়ার ও আজিঙ্কা রাহানে। ১৬ রান করা আইয়ারকে ফিরিয়ে চেন্নাইকে ম্যাচে প্রথম সাফল্য এনে দেন ডিজে ব্রাভো। এরপর নীতিশ রানাকে নিয়ে জয়ের কক্ষপথেই ছিলেন রাহানে। তবে ২১ রান করা রানাকেও ফেরান ব্রাভো। এরপর হাফ সেঞ্চুরির পথে থাকা রাহানেকেও ফিরান মিচেল স্যান্টনার। ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন রাহানে।

চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার ও স্যাম বিলিংসের জুটি, কলকাতার জয়টা সহজ করে দেয়। তবে দলকে জয়ের বন্দরে রেখেই ব্যাক্তিগত ২৫ রানে ফিরেন বিলিংস। তাকে ফিরিয়ে নয়া এক রেকর্ড গড়েন ব্রাভো। আইপিএলে ইতিহাসে সর্বোচ্চ ১৭০ উইকেটের মালিক এখন এই ক্যারিবীয় তারকা (মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে)। শেষ পর্যন্ত অধিনায়ক আইয়ারের ব্যাটে চড়ে ৯ বল হাতে রেখেই সহজ জয় পায় কলকাতা। 

১ চারে ১৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন আইয়ার। চেন্নাইয়ের পক্ষে ব্রাভোর শিকার তিনটি উইকেট। 

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রানের সংগ্রহ গড়ে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে। এছাড়া রবিন উথাপ্পা করেন ২৮ রান। নয়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ২৬ রানে। 

তবে নাইট বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন সুবিধা করতে পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা, তাই বোর্ডে লড়াই করার মতো পর্যাপ্ত পুঁজিও তুলতে পারেনি তাঁরা। শেষ তিন ওভারে ৪৭ রান তুলে চেন্নাইকে সম্মানজনক সংগ্রহ এনে দেন ধোনি ও জাদেজা। কলকাতার পক্ষে দুই উইকেট শিকার উমেশ যাদবের।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...