আইপিএলে বসে, দেশের জন্য কাঁদছে সাঙ্গা-মাহেলাদের মন
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ২০:৩৪

নিউজ ডেস্কঃ এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা৷ বলা হয়ে থাকে যে একবার এই দেশটিতে যাবে সে নিশ্চিত করে দেশটির অপরূপ সৌন্দর্যের প্রেমে পরবে৷ সেই দেশটি সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে৷
সুখের রাষ্ট্রটিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এতটাই যে তা ক্রয় করতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে৷ কেনইবা খাবেন না যেখানে চালের কেজি দুইশ ছাড়িয়েছে, সাথে একটি ডিমের দাম ৩০ টাকা৷
দেশের এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে৷ করেছেন সরকারের সমালোচনা৷ বর্তমান আইপিএলে দুই তারকা দুই দলের কোচিং স্টাফে যুক্ত রয়েছেন৷
দেশের সার্বিক অবস্থা অনুযায়ী সাঙ্গাকারা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শ্রীলঙ্কার মানুষ অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রতিদিন তাদের যে লড়াই করতে হচ্ছে সেটা দেখে মন ভেঙে যাচ্ছে। মানুষ এই পরিস্থিতিতে সমাধানের জন্য আওয়াজ তুলেছেন। অনেকে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু আরও অনেকেই তার সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে মানুষের কথা শোনা উচিৎ। রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে সবার উচিৎ একসঙ্গে সমস্যার মোকাবেলা করা।'
’চাপ সামলাতে সক্ষম না হলে সরকারের সরে দাঁড়ানো উচিৎ' এমনটি উল্লেখ করে তিনি লিখেছেন জয়াবর্ধনেও লিখেন,‘শ্রীলঙ্কায় জরুরী অবস্থা জারি হওয়ায় আমি দুঃখিত। নিজেদের দাবি-দাওয়া নিয়ে লড়াই করার অধিকার মানুষের রয়েছে। কিন্তু তাদের আটক করা মেনে নেওয়া যায় না। যারা সত্যিকারের নেতা তারা নিজেদের ভুল স্বীকার করে নেন। এই সমস্যা তৈরি করা করেছে। তাই তার সমাধান সম্ভব বলে আমার বিশ্বাস। নষ্ট করার মতো সময় নেই। অজুহাত না দিয়ে সরকারের উচিৎ সমস্যার সমাধান করা। সেটা না করতে পারলে সরকারের সরে যাওয়া উচিত।’
দেশের এমন পরিস্থিতি মুখ খুলেছেন ঝটকা চুলের অধিকারী লাসিথ মালাঙ্গা৷ প্রতিবাদের ছবি পোষ্ট করে তিনি লিখেন, 'আমি পাশে আছি তোমাদের।'
-নট আউট/এমআরএস/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: