কোহলি যদি রোনালদো হতেন?
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০১:৩৮

নট আউট ডেস্কঃ ক'দিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর বিপক্ষে ২২ বলে ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন পাঞ্জাব কিংসের লঙ্কান তারকা ভানুকা রাজাপাকসে। সেদিন খুব কাছ থেকেই দেখেছিলেন বিরাট কোহলিকে। ম্যাচ জয়ী ইনিংস খেলার পর রাজাপাকসে বলেন, ‘বিরাট (কোহলি) হচ্ছেন ক্রিকেটের ক্রিস্টিয়ানো রোনালদো।’ মূলত, কোহলির ফিটনেসের প্রশংসা করতে গিয়েই রোনালদোকে টেনে আনেন এই পাঞ্জাব তারকা।
অবশ্য কোহলি নিজেও রোনালদোর ভক্ত। বেশ কয়েকবারই ভারতীয় তারকা নিজ মুখেই তা বলেছেন। নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন বিরাট কোহলি। আর তাঁর পেছনের কারণটা অবশ্য এই পর্তুগিজ তারকাই। ফিটনেসের দিক দিয়ে রোনালদোকেই নিজের আইডল মানেন কোহলি।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতেও রোনালদোকে নিয়ে কথা বলেছেন কোহলি। যেখানে নিজের সবচেয়ে প্রিয় অ্যাথলেট হিসেবে রোনালদোকে বেছে নিয়েছেন এই ভারতীয় তারকা ক্রিকেটার।
ভিডিওতে কোহলিকে বিভিন্ন বিষয়ে করা হয়েছিল প্রশ্ন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল—ধরুন, কোহলি একদিন ঘুম থেকে উঠে দেখলেন তিনি রোনালদো হয়ে গেছেন। তখন প্রথম কোন কাজটা করবেন?
একগাল হেসে কোহলি উত্তর দেন, ‘সবার আগে মস্তিষ্কটা স্ক্যান করাব। এত মানসিক শক্তি কোত্থেকে আসে, তা বোঝার চেষ্টা করব।’
৩৭ বছর বয়সী রোনালদো এখনো দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। ইংলিশ প্রিমিয়ার লিগে উঠতি ও তরুণ তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে করছেন লড়াই। গত সপ্তাহেই নিজ দেশ পর্তুগালকে তুলেছেন বিশ্বকাপের মঞ্চে। এই বয়সে এসেও শুধুমাত্র মানসিক শক্তির জোরেই রোনালদো হয়ে উঠছেন আরো অপ্রতিরোধ্য। যা আরো বেশি অনুপ্রাণিত করছে বিরাট কোহলিকে।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: