ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শাহবাজ-কার্তিক ঝড়ে জয় পেল ব্যাঙ্গালোরে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ১০:২২

৪৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কার্তিক। ছবি: আইপিএল ৪৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কার্তিক। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ রাজস্থানকে রয়্যালসকে হারিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম ম্যাচে রাজস্থানকে ৪ উইকেটে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফাফ ডু প্লেসির ব্যাঙ্গালোরে। 

আগে ব্যাট করে জস বাটলার ও হেটামায়ারের ব্যাটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে রাজস্থান। জবাবে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ব্যাঙ্গালোরে। তবে প্রায় হারতে বসা ম্যাচে শেষ দিকে শাহবাজ-কার্তিক ঝড়ে কঠিন ম্যাচটাই সহজ করে জিতে নেয় দলটি।

টস হেরে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই জসওয়ালের উইকেট হারায় রাজস্থান। এরপর পাড্ডিকেলকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জস বাটলার। দ্বিতীয় উইকেটে দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। দলীয় ৭০ রানের মাথায় পাড্ডিকেলের বিদায়ে ভাঙে এই জুটি। ২টি করে চার ও ছক্কায় ২৯ বলে ৩৭ রানের ইনিংস খেলেন পাড্ডিকেল। এরপর দ্রুতই ফিরেন অধিনায়ক সঞ্জু স্যামসনও।

বাকিরা ইনিংস লম্বা করতে না পারলেও, এদিনও দলের হাল ধরেন জস বাটলার। তুলে নেন হাফ সেঞ্চুরি। চতুর্থ উইকেটে হেটমায়ারকে সঙ্গে নিয়ে দ্রুতই তুলতে থাকেন রান। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। শেষ পর্যন্ত এই দু'জনের ব্যাটে চড়েই বড় সংগ্রহ গড়ে রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তাঁরা সংগ্রহ করে ১৬৯ রান। ৬ ছক্কায় ৪৭ বলে ৭০ রানে অপরাজিত থাকেন বাটলার। ৪ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হেটমায়ার।

জবাবে অধিনায়ক ডু প্লেসি ও রাওয়াতের ব্যাটে শুরুটা দুর্দান্ত করে ব্যাঙ্গালোরু। উদ্বোধনী জুটিতেই দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। তবে এরপরেই ছন্দ হারায় ব্যাঙ্গালুরু। মাত্র ৭ রানের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে বসে দলটি। শুরুটা হয় অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দিয়ে। ব্যাক্তিগত ২৯ রান করা ব্যাঙ্গালুরু কাপ্তানকে ফেরান চাহাল। পরের ওভারে আরেক ওপেনার রাওয়াত ফেরান সাইনির শিকার হয়ে। 

দলীয় ৬২ রানের মাথায় ফিরেন বিরাট কোহলিও। ৫ রান করা সাবেক ব্যাঙ্গালোরু কাপ্তান ফিরেন রান আউটে কাটা পড়ে। একই ওভারে ফিরেন ডেভিড উইলিও। রাদারফোর্ডও ফিরেন ব্যাক্তিগত ৫ রান করে। আর রাতেই জয় তখন দূরের কল্পনা হয়ে দাঁড়ায় দলটির জন্য। এরপর চাপে পড়া ব্যাঙ্গালোরেকে পথ দেখান শাহবাজ আহমেদ ও দিনেশ কার্তিক। ষষ্ঠ উইকেটে এই দুইয়ের ব্যাটে আবারো জয়ের স্বপ্ন বুনে ব্যাঙ্গালোরে।

শেষ দিকে দু'জনে রীতিমতো ঝড় তুলে কঠিন জয়টাকেই বানিয়ে দেন সহজ। গড়েন পঞ্চাশোর্ধ রানের জুটিও। দলকে জয়ের বন্দরে রেখে শাহবাজ ফিরলেও, কার্তিক ফিরেন দলকে দুর্দান্ত জয় উপহার দিয়ে। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই জয় পায় ফাফ ডু প্লেসির দল। ৪ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ঝড়ো ৪৫ রানে ইনিংস খেলেন শাহবাজ আহমেদ। ৭ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন কার্তিক।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...