ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ডু প্লেসি দারুন অধিনায়কঃ ম্যাক্সওয়েল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ০১:৩১

ফাফ ডু প্লেসি। ফাইল ছবি ফাফ ডু প্লেসি। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডুপ্লেসি অতীতে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নেমে সফল হয়েছিলেন। এ বার আরসিবির হয়েও তিনি একই দায়িত্ব পালন করছেন। ম্যাক্সওয়েলের ধারণা, এ বার তাঁদের দল যথেষ্ট শক্তিশালী। তাঁর কথায়, ‘‘আমাদের ভাগ্য ভাল, দারুণ একটা দল পেয়েছি। এই দল সেরা হতে পারে।’’

ভালো খেলেও আইপিএলে ট্রফি না পাওয়া দলটির নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দীর্ঘ সময় কোহলি নেতৃত্ব দিলেও এবার এই সেরা ব্যাটারের ইতি ঘটেছে। দলটির নতুন নেতা আফ্রিকান সাবেক খেলোয়াড় ফাফ ডুপ্লেসিস। নিজেদের প্রথম তিন ম্যাচে এক হারের বিপরীতে জিতেছে দুই ম্যাচ। পয়েন্ট টেবিলে বর্তমানে ভালো অবস্থানে রয়েছে দলটি। 

নতুন নেতাকে নিয়ে পুরোপুরি খুশি দলের সবাই তা ম্যাক্সওয়েলের কথাতে বলা যায়। তিনি মনে করেন, 'ফাফ মেধাবী ও অভিজ্ঞ। অধিনায়ক হয়ে দারুন কিছু করার ক্ষমতা আছে তার। অতীতে যা হয়নি তা হত পারে এবছর।' 

দল বদলে এবারে আরসিবি রেখে দিয়েছিল বিরাট কোহলি, মোহম্মদ সিরাজের সঙ্গে ম্যাক্সওয়েলকেও । তবে এখনো মাঠে নামা হয়নি এই অজি তারকার। গেল কয়েকদিন পূর্বে করেছেন বিয়ে। দিনকয়েক পরে দলের সঙ্গে যোগ দিলেও নিজ দেশের বোর্ড নির্দেশনায় নামা হয়নি মাঠে। তবে আগামীকাল মুম্বাইয়ের বিপক্ষে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

দলের এক অনুষ্ঠানে ম্যাক্সওয়েল বলেন ‘‘ আমি মনে করি, এবারে আমাদের দল অনেক ভালো করবে। আমরা প্রতিবছর ভালো করেও কোন না কোন কারনে তা আর হয়ে ওঠেনা। তবে এবার আশাবাদী। সবাই ওকে সম্মান করে।ডুপ্লেসি সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। মাঠে নেমেও ও খুব ভাল খেলছে।’’

বিশেষ একজনের উপর নির্ভর করে যে চ্যাম্পিয়ন হওয়া যায়না সেটিও পরিস্কার করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, 'আমাদের দল হয়ে খেলতে হবে। দলের সিনিয়র ক্রিকেটারদেরও নেতৃ্ত্ব দেওয়ার ব্যাপারে অধিনায়কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবেদলের সিনিয়র ক্রিকেটারদেরও নেতৃ্ত্ব দেওয়ার ব্যাপারে অধিনায়কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কারন একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়।'

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...