চেন্নাইয়ের দেখানো পথে হাঁটছে মুম্বাই
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ১০:২৯

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নিজেদের দখলে রেখেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চলমান আইপিএলের অন্যতম সফল এই দুই ফ্র্যাঞ্চাইজিই যেন নিজেদের হারিয়ে খুঁজছে।
দিনের প্রথম খেলায় সানরাইজার্স হায়দ্রাদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৭ উইকেটে হেরেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে, চলমান আইপিএলে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি মুম্বাই-চেন্নাই। দুই দলই অবস্থান করছে টেবিলের তলানিতে।
এদিন মুম্বাইয়ের দেওয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানে অধিনায়ক ফাফ ডু প্লেসির উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। এরপর দুর্দান্ত ফর্মে থাকা অঞ্জ্যু রাওয়াতকে নিয়ে দলের হাল ধরেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে এই দু'জনের ৮০ রানের জোট জয়কে করে দেয় সহজ। হাফ সেঞ্চুরি তুলে নেন রাওয়াত। দলীয় ১৩০ রানে এই ওপেনারের বিদায়ে ভাঙে এই জুটি। ২ চার ও ৬ ছক্কায় ৪৭ বলে ৬৬ রানে রান আউটে কাটা পড়েন রাওয়াত।
তৃতীয় উইকেটে দিনেশ কার্তিককে সঙ্গ নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি। তবে জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে ব্রেভিসের শিকার হয়ে ফিরেন কোহলি। ফেরার আগে খেলেন ৫ চারে ৩৬ বলে ৪৮ রানের ইনিংস। এরপর গ্ল্যান ম্যাক্সওয়েলকে নিয়ে ৯ বল বাকি থাকতেই দলকে জয় উপহার দেন কার্তিক। এই জয়ের ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এর আগে এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানের মামুলি টার্গেট দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের পক্ষে হাফ সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। ৫ চার ও ৬ ছক্কায় ৩৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্য। এছাড়া দুই ওপেনার ইশান কৃষান ও রোহিত শর্মা করেন ২৬ রান করে। শেষ দিকে উনাদকাট অপরাজিত থাকেন ১৩ রানে। আরসিবির পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হার্শাল প্যাটেল নেন দুইটি করে উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: