ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ক্রিকেট খেলতে না চাওয়া ছেলেটিই মাতাচ্ছেন আইপিএল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ১০:৪৯

বৈভব আরোরা। ফাইল ছবি বৈভব আরোরা। ফাইল ছবি

মশিউর রহমান শাওন: ক্রিকেট বর্তমান প্রজম্মের কাছে ভালোবাসার আরেক নাম৷ তবে এই খেলাকে ভালোবাসার জায়গায় রূপান্তর করতে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ভূমিকা অনেক বেশি৷ সবাই কোন না কোন গ্রেট খেলোয়াড়ের মত হতে চায়৷ অনেকে আবার হতাশ হয়ে ছাড়তে চান প্রিয় ক্রিকেটকে৷ 

বৈভব আরোরা এবারে আইপিএল খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে৷ অভিষেক ম্যাচেই তুলেছেন দুই উইকেট৷ অথচ এই ক্রিকেটার ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন ৷ কোচকে অনুরোধ করেছিলেন প্রাইভেট চাকরি দেওয়ার জন্য ৷ 

চেন্নাইয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে পাঞ্জাব ৫৪ রানের জয় পেয়েছিল। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রবীন্দ্র জাদেজার দল ১২৬ রানে গুটিয়ে যায়। এই ম্যাচে ২৪ বছর বয়সী বোলার বৈভব চার ওভারে ২১ রানে নিয়েছিলেন ২ উইকেট। রবিন উথাপ্পা ও মইন আলীর মহামূল্য উইকেট দুটিই উঠেছিল এই মিডিয়াম পেসারের ঝুলিতে। এই পরিসংখ্যানগুলো বৈভব অরোরার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল তার আইপিএলের অভিষেক ম্যাচ।

ছাত্রের এমন পারফর্মেন্স দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার কোচ রবি ভার্মা। তিনি 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'কে শুনিয়েছেন এক মজার গল্প, 'বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিল। একবার জেলা পর্যায়ের ম্যাচে বৈভবের বলে ৭টি ক্যাচ পড়ে। এতে বৈভব খুব বিরক্ত হয়ে আমাকে এসে বলে, "স্যার, কোনো একটা প্রাইভেট চাকরি দেখে দেবেন? আমাকে দিয়ে ক্রিকেটটা আর হবে না আমি তখন তাকে ধমক দিয়ে বলেছিলাম, সে যেন নিজের গায়ে নিষ্কর্মার ট্যাটু লাগায় এবং আমাকে আর কখনও ফোন না করে।' কোচের ধমক খেয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিলেন বৈভব। যে কারণে আজ তিনি চলে এসেছেন পাদপ্রদীপের আলোয়।

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...