কষ্টার্জিত জয়ে টেবিলের চূড়ায় রাজস্থান
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ১০:২২

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সুপার সানডেতে দিনের প্রথম খেলায় জমজমাট লড়াই না হলেও, হয়েছে দ্বিতীয়টায়। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ন্টকে ৩ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে হেটমায়ারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে রাজস্থান। জবাবে, শেষ দিকে স্টয়নিসের ঝড়ো ব্যাটিংয়ের পরও হার নিয়ে মাঠ ছাড়ে লক্ষ্ণৌ। এই জয়ে চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় উঠেছে রাজস্থান রয়্যালস।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেন লোকেশ রাহুল। ক্লিন বোল্ড হয়ে বোল্টের শিকার হয়ে ফিরেন লক্ষ্ণৌর অধিনায়ক। পরের বলেই গৌতমকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন বোল্ট। দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান এই বাঁহাতি পেসার। তবে জেসন হোল্ডারের দৃঢ়তায় হ্যাটট্রিক বঞ্চিত থাকতে হয়ে বোল্টকে।
বোল্টের দেওয়ার শুরু ধাক্কায় এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লক্ষ্ণৌ। ব্যাক্তিগত ৮ রানে প্রদিস কৃষ্ণার শিকার হয়ে ফিরেন হোল্ডার। এরপর দীপক হুডা ও ডি ককের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লক্ষ্ণৌ। তবে দলীয় পঞ্চাশ পার করতে হুডার উইকেটও হারায় তাঁরা। এরপর চলতি আইপিএলের 'হট কেক' আয়ুশ বাধোনিও ফিরেন দ্রুত।
বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে অবশ্য একপ্রান্ত আগলে রাখেন ডি কক। তবে ইনিংসের ১৬তম ওভারে
জোড়া আঘাত হানেন যুজবেন্দ্র চাহাল। আর তাতেই সাজঘরে ফিরেন দারুণ খেলতে থাকা ডি কক ও ক্রুনাল পান্ডিয়া। ২ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৩৯ রান করেন কক, ক্রুনালের ব্যাট থেকে আসে ২২ রান। এই দু'জনের বিদায়ে কার্যত শেষ হয়ে যায় লক্ষ্ণৌর ম্যাচে ফেরার সম্ভাবনা।
শেষ দিকে চামিরা করেন ১৩ রান। জয়ের জন্য শেষ দুই ওভারে লক্ষ্ণৌর প্রয়োজন ছিল ৩৪ রান। ১৯তম ওভারে প্রসিদ কৃষ্ণার উপর চড়াও হয়ে ১৯ রান তোলেন মার্কাস স্টয়নিস। আর তাতেই ম্যাচে ছড়ায় বাড়তি উত্তাপ। জয়ের জন্য শেষ ওভারে দলটির প্রয়োজন ছিল ১৫ রান। তবে অভিষিক্ত কুলদ্বীপ সেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ রানের দুর্দান্ত জয় পায় দিল্লি। ২ চার ও ৪ ছক্কায় ১৭ বলে স্টয়নিসের ৩৮ রান শেষ পর্যন্ত আসেনি কাজে। রাজস্থানের পক্ষে চাহাল একাই নেন চারটি উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট নেন দুইটি উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ গড়ে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। এছাড়া ২৮ রান করেন রবীচন্দ্রন অশ্বিন। দেবদূত প্যাডিক্যাল করেন ২৯ রান। লক্ষ্ণৌর পক্ষে জেসন হোল্ডার ও গৌতমের শিকার দুইটি করে উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: