ফার্গুসনে মাথানত রাজস্থানের, শীর্ষে গুজরাট
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ১০:১৩

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের ২৪তম ম্যাচে টেবিল টপার রাজস্থান রয়্যালসকে হারিয়ে, শীর্ষস্থান পুনরুদ্ধার করলো গুজরাট টাইটান্স। ৩৭ রানের জয়ে আসরে চর্তুথ জয়ের দেখা পেয়েছে নবাগত দলটি।
আগে ব্যাট করে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১৯২ রানের পাহাড় গড়ে গুজরাট। জবাবে, বাটলারের টর্নেডো ইনিংসের পরও ফার্গুনের গতির কাছে মাথানত করে রাজস্থান। শেষ পর্যন্ত ১৫৫ রানের বেশি তুলতে পারেনি টেবিল টপাররা।
কঠিন টার্গেট তাড়া করতে নেমে এদিন শুরুতেই ঝড় তোলেন আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলার। তবে বাটলারের ঝড়ো শুরুর পরও, অন্যপ্রান্তে উইকেট বিলানোর পসরা সাজিয়ে বসে রাজস্থান। এদিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ওপেনার দেবদূত প্যাডিক্যাল। অশ্বিন ফিরেন ব্যাক্তিগত ৮ রানে। বাকিরা ব্যর্থ হলেও বাটলারের ব্যাটে চড়ে দ্রুত রান তুলতে থাকে রাজস্থান।
গুজরাটের বোলারদের উপর চড়াও হয়ে মাত্র ২৩ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার। তবে, এরপরেই বাটলার ঝড় থামান লুকি ফার্গুসন। এই পেসারের বলে বোল্ড হয়ে বাটলার ফিরেন ব্যাক্তিগত ৫৪ রানে (৮ চার ও ৩ ছক্কা)। এরপরেই খেই হারায় রাজস্থান। দ্রুতই সাজঘরে ফিরেন অধিনায়ক সঞ্জু স্যামসন (১১), ডুসেনরা (৬)। দলীয় একশ পার করার আগে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।
এরপর নেমে শুরু থেকেই ঝড় তোলেন হেটমায়ার। তবে, ভয়ংকর হয়ে উঠা এই ক্যারিবীয়কে ফিরিয়ে গুজরাটের শিবিরে স্বস্তি ফেরান মোহাম্মদ শামি। ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৯ রান করেন তিনি। হেটমায়ারের বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিয়ে নেয় গুজরাট। শেষ দিকে রিয়ান পরাগ (১৮), জিমি নিশামদের (১৭) ছোট ছোট সংগ্রহ কমিয়েছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান। ফলে ৩৭ রানের জয়ে ৫ ম্যাচ চর্তুথ জয় তুলে নেয় গুজরাট। দলের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন ফার্গুসন ও ইয়াস।
এর আগে টস হেরে ব্যাট করে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের পাহাড় গড়ে গুজরাট টাইটান্স। ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৫৪ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন হার্দিক। এছাড়া ৪৩ রান আসে অভিনব মনোহরের ব্যাট থেকে। শেষ দিকে ১৪ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: