এবার মাঠে গড়াবে যুবাদের পিএসএল
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৪:০৯

নট আউট ডেস্কঃ জন্মলগ্ন থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। জৌলুশের দিক দিয়ে আইপিএলকে টেক্কা দিতে না পারলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও পেয়েছে ব্যাপক সাড়া। দেরিতে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগও (পিএসএস) দেখতে শুরু করেছে আলোর মুখ। ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। পিএসএলের ব্যাপক সফলতার পর এবার মেগা প্রকল্প হাতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি মেয়েদের পিএসএলের নিয়েও পরিকল্পনা করছে দেশটি।
এবার প্রথমবারের মতো যুবাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৫ দল নিয়ে যুবাদের পিএসএসলের প্রথম আসর আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে পিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে পিএসএলের আদলে মাঠে গড়াবে উনিশ না পেরোনো যুবাদের নিয়ে এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। পিসিবির বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।
ক্রিকবাজকে রমিজ বলেন, ‘মূলত যুবাদের নিয়ে এ আয়োজনের মূল লক্ষ্য–যেন তারা প্রতিযোগী ও পেশাদার হওয়ার যথেষ্ট সুযোগ পায়। এক দল আরেক দলের বিপক্ষে কঠিন প্রতিযোগিতা করে যাবে। তাদের ডাগআউটে কোচ হিসেবে থাকবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা।’
উল্লেখ্য, ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লিগ জনপ্রিয়তা পাওয়ার পর, এবার মেয়েদেরও ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি বোর্ড। পুরষদের পাশাপাশি অস্ট্রেলিয়ায় নারীদের বিগ ব্যাশও নিয়মিত গড়াচ্ছে মাঠে। এদিকে নারীদের আইপিএল আয়োজনের চিন্তাভাবনাও করেছে বিসিসিআই। এছাড়া আলোর মুখ দেখার অপেক্ষায় পাকিস্তানের নারী পিএসএলও।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: