ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ফাফের ব্যাটে, হ্যাজেলউডের বলে ভরাডুবি লক্ষ্ণৌ'র

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২ ১০:২৬

ডি ককের উইকেট তুলে হ্যাজেলউডকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: আইপিএল ডি ককের উইকেট তুলে হ্যাজেলউডকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩১তম ম্যাচে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ১৮ রানে হারিয়েছে বিরাট কোহলিরা। আগে ব্যাট অধিনায়ক ফাফ ডু প্লেসির ৯৬ রানে ভর করে ১৮১ রানের পাহাড় গড়ে ব্যাঙ্গালোরে। জবাবে, জস হ্যাজেলউডের আগুনে বোলিংয়ে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি লক্ষ্ণৌ। আর উইকেট শিকার করে দিনের সবচেয়ে সফল বোলার ছিলেন হ্যাজেলউডই। সাত ম্যাচ খেলে চর্তুথ জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফাফ ডু প্লেসিরা। সমান ম্যাচে লক্ষ্ণৌ পেয়েছে তৃতীয় হারের স্বাদ।

১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই ধাক্কা খায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। জস হ্যাজেলউডের জোড়া আঘাতে সাজঘরের পথ ধরেন ইনফর্ম কুইন্টন ডি কক (৩)ও মনিশ পান্ডে (৬)। এরপর ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক কেএল রাহুল। তবে এই জুটিও হয়নি বেশিক্ষণ স্থায়ী। গেল ম্যাচের সেঞ্চুরিয়ান রাহুল ফিরেন ৩০ রান করে। এরপর হুডাকে নিয়ে ব্যর্থ চেষ্টা করেন ক্রুনাল।

৮ রানের ব্যবধানে দু'জনই ফিরলে ম্যাচ বাঁচানোর স্বপ্ন ফিকে হয়ে যায় লক্ষ্ণৌর। ১৩ রান করেন হুডা, ইনিংস সর্বোচ্চ ৪০ রান করে ফিরেন ক্রুনাল পান্ডিয়া। শেষ দিকে আবারো জোড়া আঘাত হানেন জস হ্যাজেলউড। কার্যত সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় লক্ষ্ণৌ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে নবাগতদের ইনিংস। ফলে, ১৮ রানের জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফাফ ডু প্লেসির দল। আরসিবির পক্ষে একাই চার উইকেট নেন জস হ্যাজেলউড। হার্শাল প্যাটেল শিকার করেন দুইটি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুশমেন্থ চামিরার বোলিং তোপে বিপাকে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ইনিংসের প্রথম ওভারেই এই পেসার ফেরান অঞ্জু রাওয়াত (৪) ও বিরাট কোহলিকে (০)।  শুরুর বিপর্যয় সামাল দেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্ল্যান ম্যাক্সওয়েল। তবে ইনিংস লম্বা না করেই সাজঘরে ফিরেন ম্যাক্সওয়েল (২৩ রান)। প্রভুদেসাইও ফিরেন দ্রুত (১৩)।

বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে দলের ঢাল হয়ে দাঁড়ান কাপ্তান নিজেই। একপ্রান্ত আগলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর শাহবাজকে নিয়ে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। আর তাতেই চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত খুঁজে পায় আরসিবি। ২৬ রানে শাহবাজ রান আউটে পড়েন কাটা। এরপর রীতিমতো ঝড় তোলেন ফাফ ডু প্লেসি। আর সেই ঝড়েই রান পাহাড়ে চড়ে ব্যাঙ্গালোরে। এদিন সেঞ্চুরি করার মোক্ষম সুযোগ ও পেয়েছিলেন ব্যাঙ্গালোরে কাপ্তান। তবে ইনিংস শেষের ঠিক এক বল আগে। 

জেসন হোল্ডারের শিকার হয়ে ফাফ যখন ফিরছেন সাজঘরে, ঠিক তখন নামের পাশে জ্বলজ্বল করছে ৯৬ রান। দলকে বড় সংগ্রহ এনে দিলেও ৪ রানের জন্য সেঞ্চুরি মিস আক্ষেপ হয়ে ধরা দেয় ব্যাঙ্গালোরের জন্য। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রানের পাহাড় গড়ে ব্যাঙ্গালোরে। কার্তিক অপরাজিত থাকেন ১৩ রানে। লক্ষ্ণৌর পক্ষে চামিরা ও হোল্ডার নেন দুইটি করে উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...