ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শতক হাঁকিয়ে জরিমানা গুনলেন রাহুল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ২২:৪৬

চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন রাহুল। ফাইল ছবি চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন রাহুল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গতরাতে মুম্বাইয়ের বিপক্ষে চলতি আসরের নিজের দ্বিতীয় ও আইপিএলে চর্তুথ সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। এই ম্যাচে রান তুলতে যেখানে রীতিমতো সংগ্রাম করেছে দুই দলের ব্যাটাররা, সেখানে রাহুল ছিলেন অন্য সবার চেয়েই আলাদা। ১২ চার ও ৪ ছক্কার খেলেছেন ৬২ বলে অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস। মুম্বাইকে আসরের অষ্টম হার উপহার দিয়ে রাহুলের দলও জিতেছে ৩৬ রানে। 

ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলা রাহুল সঙ্গত কারণেই হয়েছেন ম্যাচসেরা। সেই সঙ্গে সুপার স্ট্রাইকার অফ দ্য ডে, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ, মোস্ট ফোর অ্যান্ড সিক্স অফ দ্য ম্যাচ এবং মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ম্যাচের একগাদা পুরষ্কার বগলদাবা করেছেন রাহুল। সবমিলিয়ে এক ম্যাচেই প্রায় ৬ লাখ রুপি পুরষ্কার পেয়েছেন তিনি। তবে, এতো এতো পুরষ্কার পেয়েও নিস্তার পেলেন না লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অধিনায়ক। এই ওপেনারকে জরিমানা গুনতে হয়েছে পুরো ২৪ লাখ রুপি।

আরও পড়ুনঃ ক্রিকেট নিয়ে কথা বলার কোনো খারাপ সময় নেই

মুম্বাইয়ের বিপক্ষে আগের ম্যাচেও শতক হাঁকিয়ে স্লো-ওভার রেটের কারণে গুনেছেন জরিমানা। এদিনও হয়নি ব্যাতিক্রম। স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফির পুরো ১০০% অর্থাৎ ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ককে। এছাড়া দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ২৫ শতাংশ করা হয়েছে জরিমানা। চলমান আইপিএলে স্লো-ওভার রেটের জন্য এই নিয়ে দ্বিতীয়বার জরিমানার কবলে পড়লেন রাহুল। আরেকবার এমন ভুলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন লক্ষ্ণৌ অধিনায়ক। 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...