ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ঈশানকে নিয়ে গাভাস্কারের সংশয় প্রকাশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ২১:৪৭

ফর্মে নেই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান কৃষান। ফাইল ছবি ফর্মে নেই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান কৃষান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ব্যাট হাতে ছন্দে নেই দলের তারকা ব্যাটাররা, বোলিংয়েও বোলাররা দিতে পারছেনা সামর্থ্যের সিকিভাগও। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাই মুম্বাই ইন্ডিয়ান্সের ঠাঁই হয়েছে টেবিলের তলানিতে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে দলটি তুলতে পারেনি একটি জয়ও। অথচ আইপিএলের ইতিহাসের অন্যতম সফল ফ্র‍্যাঞ্চাইজি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই। 

আইপিএলের পঞ্চদশ আসরের মেগা অ্যাকশনেও ফ্র‍্যাঞ্চাইজিটি দেখিয়েছিল অর্থের ঝনঝনানি। নিলামে রেকর্ড ১৫কোটি রুপিতে মুম্বাই দলে ভিড়িয়েছিল ভারতীয় তারকা ব্যাটার ঈশান কৃষানকে। দলের হতশ্রী পারফরম্যান্সের মাঝে এই ব্যাটারের রান খরা হয়ে এসেছে মুম্বাইয়ের জন্য মাথাব্যথার কারণ। তাই স্বাভাবিকভাবেই আইপিএলের সবচেয়ে দামী এই ক্রিকেটারকে সমালোচকদের কড়া সমালোচনাও শুনতে হচ্ছে। আর তাতেই শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-২০ বিশ্বকাপে দলে ইশানের জায়গা পাওয়া নিয়ে।

সবশেষ ডুবাই বিশ্বকাপে দলের উঠতি তারকা ছিলেন ঈশান। তবে, আইপিএলে এই রান খরায় এবার কপাল পুড়তে পারে তার। এমন সংশয় প্রকাশ করেছেন খোদ ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। শঙ্কা প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে ভুগতে হবে ঈশানকে।

স্টার স্পোর্টসে প্লেয়ার বিশ্লেষণে গাভাস্কার বলেন, ‘ওখানে (অস্ট্রেলিয়া) যেকোনো পেস বোলারই বাউন্স দিতে চাইবে। ও (ঈশান) যেখানে বল পেতে পছন্দ করে, সেখানে তো আর কেউ বল ফেলবে না। কোমরের নিচে বল পেলে ও মারবে এটা নিশ্চিত, কিন্তু এর ওপরে হলে? সেটা নিয়েই এ মুহূর্তে ও ভুগছে।’

এই সময় গাভাস্কার আরও বলেন, ‘ওর খুব খারাপ সময় যাচ্ছে। ওর মানসিক অবস্থাটাও এখন মাঠে নেই। গত ম্যাচে হেলমেটে ওর বলের আঘাতের পর আত্মবিশ্বাস আরও নড়বড়ে হয়ে গেছে। এটা অবশ্যই ভালো লক্ষণ নয়। কারণ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় যেখানে বাড়তি বাউন্স থাকে, সেখানে ও এভাবে খেললে, সে ক্ষেত্রে ওর অবস্থা হবে হেডলাইটের সামনে পড়া খরগোশের মতো।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...