এবার ফাফ ডু প্লেসিকে পাশে পেলেন কোহলি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ০১:৩৭

নট আউট ডেস্কঃ সময়টা একবারেই অনূকূলে নাই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। জাতীয় দল কিংবা আইপিএল সবখানেই টানা ব্যর্থতার বৃত্তে আটকে গেলেন এই তারকা। আইপিএলের পঞ্চদশ আসরেও নেই চেনা ছন্দে। একটা সময় সেঞ্চুরিকে ডাল-ভাত বানিয়ে ফেলা কোহলির সবশেষ ১০২ ইনিংসে নেই কোন সেঞ্চুরি। যা মানসিকভাবে আরো বিপর্যস্ত করে তুলেছে তাকে। এবার দুঃসময়ে কোহলি পাশে পেলেন আইপিএলের তাঁর দলের (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে) অধিনায়ক ফাফ ডু প্লেসিকে।
ব্যাঙ্গালোরু অধিনায়কের বিশ্বাস, খুব দ্রুতই বাজে সময় কাটিয়ে উঠবেন কোহলি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাঙ্গালোরু অধিনায়ক বলেন, 'কোহলির ফর্ম যেমনই হোক, সে গ্রেট ক্রিকেটার। আগেও অনেকবার এরকম চড়াই-উৎরাইয়ের অভিজ্ঞতা তার হয়েছে। তাকে আমি কাছ থেকে দেখেছি। মানসিকভাবে সে যথেষ্ট চাঙা আছে এবং এখান থেকে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে।’
কোহলির মতো আসরের মাঝপথে এসে খেই হারিয়েছে ব্যাঙ্গালোরুও। আগের ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৬৮ রানে অলআউটের লজ্জায় পড়ার পর, গত রাতে হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে। রাজস্থানের বিপক্ষে ম্যাচে, ব্যাট হাতে ব্যাঙ্গালোরুর ইনিংস শুরু করেছিলেন কোহলি। তবে ব্যাট হাসেছি কোহলির।
দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন প্রসঙ্গে ফাফ ডু প্লেসি বলেন, ‘আমরা আজকে (পড়ুন গতকাল) ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছি এবং চেষ্টা করেছি যেন তারা ইতিবাচকভাবে খেলার চেষ্টা করতে পারে। কোহলির মতো একজন খোলসে ঢুকে যেতে পারেন না। গ্রেট ক্রিকেটারদের এরকম বাজে সময় আসে। আমরা চেয়েছি, সে যেন মাঠের বাইরে বসে খেলা নিয়ে বাড়তি ভাবার সময় না পায়। ক্রিকেট খেলাটা হয়ই আত্মবিশ্বাসের ওপর।’
আইপিএলের চলতি শুরুর দিকে কোহলি ব্যাট হাতে কিছু রান পেলেও, আসরের মাঝপথে এসে হারিয়েছেন ছন্দ। আগের দুই ম্যাচেই কোহলি ফিরেছিলেন শূন্য রানে। এমন বাজে সময় এর আগে কখনোই আসেনি কোহলির। গত রাতে রাজস্থানের বিপক্ষে ওপেন করতে নেমেও পারেননি ব্যর্থতার শৃঙ্খল ভাঙতে। খেলছেন ৯ রানের ইনিংস, দলও হেরেছে ২৯ রানে। টানা ব্যর্থ হওয়ার পরও অবশ্য ব্যাঙ্গালোরু টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছে সাবেক অধিনায়কের উপরই।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: