ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বোলারদের নৈপুণ্যে কঠিন ম্যাচ সহজ করে জিতল লক্ষ্ণৌ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ১০:২৭

২০ রানের জয় পেয়েছে লক্ষ্ণৌ। ছবি: আইপিএল ২০ রানের জয় পেয়েছে লক্ষ্ণৌ। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৪২তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ২০ রানে হারিয়ে আসরে ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পাঞ্জাব পেসার কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে এদিন মামুলি টার্গেট (১৫৩ রান) দাঁড়া করায় লক্ষ্ণৌ, জবাবে সহজ লক্ষ্যটাই কঠিন করে হেরেছে পাঞ্জাব। 

পুনেতে এদিন ১৫৪ রান তাড়া করতে নেমে অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ঝড়ো শুরু করে পাঞ্জাব। তবে, ইনিংস লম্বা করার আগেই পাঞ্জাব কাপ্তানকে ফিরিয়ে শুরুর ধাক্কাটা দেন চামিরা। ২টি করে চার ও ছক্কায় ১৭ বলে ২৫ রান করেন মায়াঙ্ক। এরপর সাজঘরে ফিরেন আরেক ওপেনার শিখর ধাওয়ানও। দলীয় পঞ্চাশ পার করার আগেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে পাঞ্জাব।

এরপর লক্ষ্ণৌর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সহজ লক্ষ্যটাই কঠিন বানায় পাঞ্জাব। এরপর ক্রুনাল পান্ডিয়া-মহসিন খানদের দাপুটে বোলিংয়ে পথ হারায় দলটি। দলীয় ১১৭ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় তাঁরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে পাঞ্জাবের ইনিংস। 

দলটির পক্ষে জনি বেয়ারেস্টো করেন সর্বোচ্চ ৪২ রান। এছাড়া লিভিংস্টোন  করেন ১৮ রান। শেষ দিকে ঋষি ধাওয়ানের ২১ রান কমিয়েছে হারের ব্যবধান। লক্ষ্ণৌর পক্ষে অখ্যাত পেসার মহসিন খান নেন তিনটি উইকেট। কিপ্টে বোলিংয়ে দুইটি করে উইকেট শিকার করেন দুশমেন্থ চামিরা ও ক্রুনাল পান্ডিয়া। 

এর আগে টস হেরে ব্যাট করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সংগ্রহ করে ১৫৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। এছাড়া দীপক হুডা করেন ৩৪ রান। শেষ দিকে চামিরার ১৭ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় লক্ষ্ণৌ। পাঞ্জাবের পক্ষে চারটি উইকেট শিকার করেন রাবাদা। রাহুল চাহার নেন দুইটি উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...