সাদা পোষাকের প্রতি প্রেম, অতঃপর আইপিএলকে না!
প্রকাশিত: ৫ মে ২০২২ ০৩:২৩

নট আউট ডেস্ক: বর্তমান সময়ে অনেক তরুণ ক্রিকেটার রয়েছ যাদের অনেকেই ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটের প্রতি অনেকটা বিরক্ত৷ সুযোগ পেলেই লিগ কিংবা বিশ্রামে কাটান অনেকে৷ তবে সবকিছুর ব্যতিক্রমের মত এখানেও রয়েছে ব্যতিক্রম৷ আর ব্যতিক্রমীদের মধ্যে একজন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন৷
ক্যারিয়ারের প্রথম আইপিএলের নিলামেই ১৫ কোটি রুপি পাওয়া জেমিসন চলতি আইপিএলে নাম তুলেননি টেস্টের প্রতি ভালোবাসা থেকে৷ তার এমন সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গ্যারি স্টেড।
আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছেন জেমিসন। এছাড়া বিদেশি পেসারদের বাড়তি চাহিদা থাকে আইপিএলের নিলামে। এবার যেহেতু মেগা নিলাম হয়েছে, সেক্ষেত্রে খুব সহজেই দল পেয়ে যেতেন জেমিসন। অথচ নিলামেই নাম দেননি তিনি।
তার সিদ্ধান্তে মুগ্ধ হয়ে নিউজিল্যান্ডের কোচ স্টেড বলেন, 'কাইলের (জেমিসন) বয়সের একজনের জন্য এই পদক্ষেপ দারুণ সাহসী। ওখানে তার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং উপলব্ধি করেছে, ক্রিকেটার হিসেবে তার কী করতে হবে। সে নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণে খেলতে চায়, তবে টেস্ট ক্রিকেটই তার কাছে সবকিছুর ওপরে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
'সে এটা বুঝতে পেরেছে। ওর সঙ্গে কথা হয়েছিল আমার। নিলামে নিজের নাম না তুলে যে কাজ সে করেছে, আমার মনে হয় না এখনকার খুব বেশি ক্রিকেটার এটা করবে। টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে যেভাবে সে নিজেকে দেখভাল করছে, এজন্য তাকে আমি অভিনন্দন জানাই।'
আগামী ২ জুন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে নিউজিল্যান্ড। আইপিএলের পুরো মৌসুম বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে সেই সময়ে ফিরবেন জেমিসনও।
-নট আউট/এমআরএস
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: