দিল্লির একাদশে জায়গা হারালেন মুস্তাফিজ
প্রকাশিত: ৬ মে ২০২২ ০৬:১৪

নট আউট ডেস্কঃ অনেকটা পানির দামেই আইপিএল নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। কোয়ারেন্টিনে থাকায় দলটির হয়ে প্রথম ম্যাচে নামতে পারেনি ফিজ। তবে এরপরের সবগুলো ম্যাচেই মুস্তাফিজ ছিলেন দিল্লির একাদশের নিয়মিত সদস্য। বল হাতেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা দুর্দান্ত করেছিলেন তিনি। তবে, সময়ের পরিক্রমায় মুস্তাফিজের পারফরম্যান্সের গ্রাফ কমতে থাকে। ফলশ্রুতিতে বাদ পড়াটা ছিল অনুমেয়।
দিল্লির জার্সিতে শেষ কয়েকটা ম্যাচেই মুস্তাফিজ ছিলেন বিবর্ণ। এবার তাই বাদ পড়লেন একাদশ থেকেই। আজ (বৃহস্পতিবার) মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির জার্সিতে টানা আট ম্যাচ খেলার পর, অবশেষে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছে দিল্লি। মুস্তাফিজের জায়গায় এদিন দলে ফিরেছেন প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া।
এদিকে মুস্তাফিজ ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে দিল্লির একাদশে এসেছে একাধিক পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন ওপেনার পৃথ্বী শ', অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও পেসার চেতন সাকারিয়া। তাদের পরিবর্তে দলে ফিরেছেন মানদ্বীপ সিং, প্যাটেল ও খলিল আহমেদ।
মুম্বাইতে এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অবশ্য মানদ্বীপ সিংয়ের উইকেট হারিয়েছে দিল্লি। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ৩ ওভারে শেষ দলটির সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৭ রান।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: