রুমানার দাপুটে বোলিংয়ে জিতল বার্মি আর্মি
প্রকাশিত: ৬ মে ২০২২ ১৯:৪৭

নট আউট ডেস্কঃ দুবাইতে হংকং ক্রিকেটের আয়োজনে 'ফেয়ারব্রেক' ইনভাইটেশনাল টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রুমানা আহমেদের বার্মি আর্মি। আগে ব্যাট করে ১২৫ রানের সংগ্রহ গড়ে বার্মি আর্মি, জবাবে রুমানাদের দাপুটে বোলিংয়ে ৭৫ রানের বেশি তুলতে পারেনি স্পিরিট উইমেন। ফলে, ৫০ রানের জয়ে আসর শুরু রুমানাদের। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান খরচ করে ১ উইকেট শিকার করেন রুমানা।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানের সংগ্রহ পায় বার্মি আর্মি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে উলবাটের ব্যাট থেকে। নাইট করেন ৩৬ রান। শেষ দিকে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যাম্পবেল। স্পিরিট উইমেনের হয়ে তিন উইকেট শিকার করেন সোপি এলেস্টন।
জবাব দিতে নেমে বার্মি আর্মির বোলারদের তোপের মুখে পড়ে স্পিরিট উইমেন। ফাতিমা সানা, নোরিসদের দাপুটে বোলিংয়ে পথ হারায় দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্পিরিট উইমেন। দলীয় পঞ্চাশ পার করার আগেই ৫ উইকেট হারায় দলটি। এরপর রুমানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি এগুতে পারেনি স্পিরিট উইমেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৫ রানে থামে স্পিরিট উইমেনের ইনিংস। দলটির পক্ষে দুই অঙ্কের ঘর পেরুতে পারেন কেবল এক ব্যাটার। ২৯ বলে দলীয় সর্বোচ্চ ২১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওপেনার চিন্থাম। বার্মি আর্মির হয়ে দুই উইকেট শিকার করেন নোরিস। রুমানা আহমেদের শিকার এক উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: