ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

লজ্জার সব রেকর্ড ভাঙলো মুম্বাই ইন্ডিয়ান্স

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২২ ২৩:০৩

ভুলে যাওয়ার মতো আইপিএল কাটাচ্ছে মুম্বাই। ছবিঃ আইপিএল ভুলে যাওয়ার মতো আইপিএল কাটাচ্ছে মুম্বাই। ছবিঃ আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫টি আসরের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা সিজন ছিল কোনটা? এমন প্রশ্নের উত্তর দিতে আপনার খানিকটা মাথা ঘামাতে হতেই পারে। কেননা, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৫টি ট্রফিই যে ঘরে তুলেছে রোহিত শর্মার দল। তাই কোনটার থেকে কোনটার গুরুত্ব কোন অংশেই কম নয় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।

তবে, যদি জানতে চাওয়া হয় এই ১৫টি সিজনের মধ্যে মুম্বাইয়ের সবচেয়ে বাজে ছিল কোন মৌসুমটা। তাহলে, কিছু চিন্তা না করে চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে চলতি মৌসুমটা অর্থাৎ আইপিএলের পঞ্চদশ আসর। এর আগেও আইপিএলে মুম্বাই কাটিয়েছিল বাজে সিজন, তবে পরিসংখ্যান বলে আইপিএল-২০২২ এর মতো আর কখনও এতো বাজে সিজন কাটেনি পাঁচ বারের চ্যাম্পিয়নদের।

গত রাতে (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে মুম্বাই ভেঙে দিয়েছে অতীতের সব হারের রেকর্ড। এর আগে ২০০৯ ও সবশেষ ২০১৮ সালে এক মৌসুমে সর্বোচ্চ ৮টি করে ম্যাচ হেরেছিল মুম্বাই। মুম্বাই আগের সব লজ্জার রেকর্ড ভাঙার পণ করেই যেন পঞ্চদশ আসর খেলতে নামে, অন্তত টানা আট হারে আইপিএল শুরু করা মুম্বাই সেই কথাই বলে। আইপিএলের চলতি সিজন শেষ করতে মুম্বাইয়ের বাকি এখনো তিনটি ম্যাচ। তবে, কলকাতার বিপক্ষে হেরে আসরে নবম হারের স্বাদ পেয়ে ইতিমধ্যেই লজ্জার সব রেকর্ড ভেঙেছে দলটি।

এক নজরে আইপিএলের ১৫টি আসরে মুম্বাইয়ের পারফরম্যান্স (লিগ পর্ব):

২০০৮: ১৪ ম্যাচে সমান ৭টি করে জয় ও হার। 

২০০৯: ১৪ ম্যাচে ৫টি জয়, ৮টি হার ও ১টি পরিত্যক্ত।

২০১০: ১৪ ম্যাচে ১০টি জয় ও ৪টি হার।

২০১১: ১৪ ম্যাচে ৯টি জয় ও ৫টি হার।

২০১২: ১৬ ম্যাচে ১০টি জয় ও ৬টি হার।

২০১৩: ১৬ ম্যাচে ১১টি জয় ও ৫টি হার।

২০১৪: ১৪ ম্যাচে ৭টি জয় ও ৭টি হার।

২০১৫: ১৪ ম্যাচে ৮টি জয় ও ৬টি হার।

২০১৬: ১৪ ম্যাচে ৭টি জয় ও ৭টি হার।

২০১৭: ১৪ ম্যাচে ১০টি জয় ও ৪টি হার।

২০১৮: ১৪ ম্যাচে ৬টি জয় ও ৮টি হার।

২০১৯: ১৪ ম্যাচে ৯টি জয় ও ৫টি হার।

২০২০: ১৪ ম্যাচে ৯টি জয় ও ৫টি হার।

২০২১: ১৪ ম্যাচে ৭টি জয় ও ৭টি হার।

২০২২: ১১ ম্যাচে ২টি জয় ও ৯টি হার (বাকি তিন ম্যাচ)। *তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...