ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বড় ধাক্কা চেন্নাই শিবিরে, আইপিএল শেষ জাদেজার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২২ ০৮:৩২

ভুলে যাওয়ার মতো আইপিএল কাটিয়েছেন জাদেজা। ছবি: আইপিএল ভুলে যাওয়ার মতো আইপিএল কাটিয়েছেন জাদেজা। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর শুরুর আগ মূহুর্তে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাই অনেকটা আশা-প্রত্যাশা নিয়েই সেই দায়িত্ব ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তুলে দিয়েছিল রবীন্দ্র জাদেজার কাঁধে। যদিও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ছিঁটেফোঁটাও দেখাতে পারেনি জাদেজার চেন্নাই সুপার কিংস। 

উল্টো আসরের মাঝপথেই চেন্নাইয়ের অধিনায়কত্বে আসে বদল। চেন্নাইয়ের দায়িত্ব ছেড়ে দেন জাদেজা। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দায়িত্ব ফের নিজের কাঁধে তুলে নেন ধোনি। দায়িত্ব পেয়েই চেন্নাইয়ের আমূল পরিবর্তন এনেছিলেন ধোনি, তবে ততক্ষনে হয়েছে দেরি। ফলশ্রুতিতে আইপিএলের পঞ্চদশ আসরে চেন্নাইয়ের প্লে-অফের ভাগ্য এখন ঝুলছে সুতোয়। 

এদিকে চেন্নাইয়ের দায়িত্ব ছাড়ার পর, এবার আইপিএল থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। ফলে, আইপিএলে বাকি ম্যাচগুলোই চেন্নাই আর পাচ্ছে না জাদেজার সার্ভিস। ব্যাঙ্গালোরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে পাঁজরের চোটে পড়েন জাদেজা, এরপর সেই চোট আর সেরে উঠেনি। যার কারণে ছিলেন না  সবশেষ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে। এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাদেজাকে নিয়ে ঝুঁকি নিতে চায়না চেন্নাই সুপার কিংস ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই চোটে পড়া এই তারকা অলরাউন্ডারকে পাঠানো হয়েছে বিশ্রামে। 

এদিকে ভুলে যাওয়ার মতো এক আইপিএল শেষ করেছেন রবীন্দ্র জাদেজা। চলতি সিজনে এই তারকা অলরাউন্ডার খেলেছেন ১০ ম্যাচে। যেখানে, ব্যাট হাতে মাত্র ১১৬ রান এসেছে জাদেজার ব্যাট থেকে। বল হাতেও ম্লান ছিলেন জাদেজা। শিকার করতে পেরেছেন মাত্র ৫ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...