ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

লক্ষ্ণৌকে হটিয়ে টেবিলের দুইয়ে রাজস্থান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২২ ১০:৩০

২৪ রানের জয়ে প্লে-অফের পথে রাজস্থান। ছবি: আইপিএল ২৪ রানের জয়ে প্লে-অফের পথে রাজস্থান। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রবিবারের দিনের দ্বিতীয় ম্যাচে লড়াইটা ছিল টেবিলের দুই ও তিনে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসের। এদিন জিতলেই প্লে-অফের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলাও নিশ্চিত হয়ে যেত আসরের নবাগত ফ্র‍্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। তবে রাজস্থানের কাছে হেরে উল্টো টেবিলের তিনে নেমেছে দলটি। 

আসরে প্রথমবার ব্যাক টু ব্যাক ম্যাচ হারার দিনে, রাজস্থানের কাছে লক্ষ্ণৌর হার ২৪ রানে। মুম্বাইতে এদিন আগে ব্যাট করা রাজস্থান ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। জবাবে, দীপক হুডা হাফ সেঞ্চুরি ও শেষ দিকে স্টয়নিসের ঝড়ও পারেনি লক্ষ্ণৌর হার এড়াতে। বড় জয়ে প্লে-অফে এক পা দেওয়ার সঙ্গে টেবিলের দুইয়ে উঠেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

রাজস্থানের লড়াকু সংগ্রহ তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে লক্ষ্ণৌ। দলীয় ৩০ রান পার করার আগেই হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ে শুরুতেই সাজঘরে ফিরেন কুইন্টন ডি কক (৭) ও আয়ুশ বাদেনী(০)। ইনফর্ম কেএল রাহুলকে ফেরান প্রসিধ কৃষ্ণা। শুরুর বিপর্যয় লক্ষ্ণৌ সামাল দেয় দীপক হুডা ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে।

চর্তুথ উইকেটে এই দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। ২৫ রান করা ক্রুনালের বিদায়ে ভাঙে এই জুটি। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন দীপক হুডা। তবে, এরপরেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ৫ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৫৯ রানে ফিরেন চাহালের বলে স্ট্যাম্পিং হয়ে। এরপর একাই লড়ে যান মার্কাস স্টয়নিস। তবে পায়নি কোন সঙ্গ।

শেষ দিকে বলের সঙ্গে রানের ব্যবধানটা বেড়ে যাওয়া পেরে উঠেনি লক্ষ্ণৌ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে লক্ষ্ণৌর ইনিংস। ১ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৭ রান করেন স্টয়নিস। রাজস্থানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা ও ওবেদ ম্যাককয়।

এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে রাজস্থান রয়্যালস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে ওপেনার জসওয়ালের ব্যাট থেকে। ৫ চার ও ২ ছক্কায় ১৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন দেবদূত প্যাডিক্যাল। ৬ চারে অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৩২ রান।

এছাড়া রিয়ান পরাগ ১৯ ও জিমি নিশাম করেন ১০ রান। শেষ দিকে ২ চারে ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ট্রেন্ট বোল্ট। ১ চারে ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অশ্বিন। লক্ষ্ণৌর পক্ষে রবী বিষ্ণুর শিকার দুই উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...