ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

দিল্লিকে ডুবিয়ে, ব্যাঙ্গালুরুকে প্লে-অফে তুললো মুম্বাই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২ ১০:২৫

টিম ডেভিডের ঝড়ে উড়ে গেল দিল্লি। ফাইল ছবি টিম ডেভিডের ঝড়ে উড়ে গেল দিল্লি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পারল না মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। টেবিলের তলানিতে থাকা মুম্বাইয়ের কাছে হেরে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে দলটি। কথায় বলে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আইপিএলের ৬৯ তম ম্যাচে সেটারই যেন প্রতিফলন হলো আরেকবার। এদিন দিল্লির সর্বনাশ হলেও, পোষ মাসটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।

মুম্বাইয়ের বিপক্ষে এদিন দিল্লির হার কামনা করেই যে হোটেলের লবিতে খেলা দেখতে বসেছিলেন বিরাট কোহলিরা। মাঠের খেলায় অবশ্য হতাশও করেনি মুম্বাই! বরং দিল্লিকে ডুবিয়ে ব্যাঙ্গালুরুকে প্লে-অফে তুলতে বড় সাহায্যটা যে করেছে বন্ধু রোহিতের দল। ফলে চর্তুথ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করে রভম্যান পাওয়েল ও ঋষভ পান্থের ব্যাটে চড়ে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দিল্লি। জবাবে ঈশানের ব্যাটে শুরুতে আশা জাগলেও শেষ দিকে হারের শঙ্কায় পড়ে মুম্বাই। তবে গতবার ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএল মাতানো টিম ডেভিড, এদিন যেন খেললেন সাবেক ফ্র‍্যাঞ্চাইজির হয়েই। এই সিঙ্গাপুর তারকার ১১ বলে ঝড়ো ৩৪ রানের ইনিংসে, ৫ উইকেটের জয় পায় মুম্বাই।

দিল্লির দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় দিল্লি। এরপর দলের হাল ধরেন ইশান কৃষান ও ডেভাল্ড ব্রেভিস। দ্বিতীয় উইকেটে রান তুলতে সংগ্রাম করলেও দলকে রাখেন কক্ষপথে। উইকেটে সেট হয়েই দু'জনের ব্যাট হয়েছে চড়াও। গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরির দারপ্রান্তে থাকা ইশানকে ফিরিয়ে দিল্লির শিবিরে স্বস্তি ফেরান কুলদ্বীপ যাদব। ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৪৮ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার।

পরের বলেই ফের উইকেটের সম্ভবনা তৈরি করেছিলেন কুলদ্বীপ যাদব। তবে ভয়ংকর হয়ে উঠা ব্রেভিসের সহজ ক্যাচটাই হাতছাড়া করে বসেন দিল্লি কাপ্তান ঋষভ পান্থ। জীবন পেয়ে ব্রেভিস অবশ্য খুব একটা ভোগাতে পারেনি দিল্লিকে। ১ চার ও ৩ ছক্কায় ফিরেন ৩৩ বলে ৩৭ রান করে। ব্রেভিসকে ফেরানোর পরের বলেই টিম ডেভিডকে ফেরাতে পারত দিল্লি। শার্দুল ঠাকুরের করা ১৫তম ওভারে, নিজের ব্যাক্তিগত প্রথম বলেই ইন সাইড হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন টিম ডেভিড। 

সেই বল লুফে নিয়ে পান্থ উইকেটের আবেদন করলেও, সায় দেয়নি আম্পায়ার। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেয়া যায়, টিম ডেভিডের ব্যাট ছুঁয়েই বলটি গিয়েছিল পান্থের গ্লাভসে। শূন্য রানে জীবন পেয়েই যেন ধ্বংসাত্মক হয়ে উঠেন টিম ডেভিড। এরপর রিতীমত ঝড় তোলেন এই তারকা। আর তাতেই হারের শঙ্কায় থাকা মুম্বাই ফিরে পায় প্রাণ। শেষ দিকে দলকে জয়ের বন্দরে রেখেই সাজঘরে ফিরেন তিনি। ফেরার আগে খেলেন ২ চার ও ৪ ছক্কায় ১১ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস। 

শেষ পর্যন্ত ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই। দলটির হয়ে তিলক ভার্মা করেন ২১ রান, রমনদ্বীপ সিং ১৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়েই ছাড়েন মাঠ। দিল্লির পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন অ্যানরিখ নরকিয়া ও শার্দুল ঠাকুর। 

এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ গড়ে দিল্লি ক্যাপিটালস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন রভম্যান পাওয়েল। এছাড়া অধিনায়ক ঋষভ পান্থ খেলেন ৩৯ রানের ইনিংস। ওপেনার পৃথ্বী শ'র ব্যাট থেকে আসে ২৪ রান৷ শেষ দিকে অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ১৯ রানে। মুম্বাইয়ের পক্ষে তিন উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। রমনদ্বীপ সিংয়ের শিকার দুটি উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...