ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ব্যাঙ্গালুরুকে উড়িয়ে রাজস্থানকে ফাইনালে তুলল বাটলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২২ ২০:০৫

আসরে ৪র্থ সেঞ্চুরি পেয়েছেন বাটলার। ছবি: আইপিএল আসরে ৪র্থ সেঞ্চুরি পেয়েছেন বাটলার। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে সর্বোচ্চ চার সেঞ্চুরির একমাত্র মালিক ছিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি। গতরাতে (শুক্রবার) কোহলির দল ব্যাঙ্গালুরুর বিপক্ষেই শতক হাঁকিয়ে সে রেকর্ডে ভাগ বসালেন রাজস্থান রয়্যালসের ইংলিশ তারকা জস বাটলার। আর তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিয়ে ২৯মে'র ফাইনাল নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। ফলে এবারও খালি হাতে থাকতে হচ্ছে বিরাট কোহলিকে তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

 ফাইনালে উঠার লড়াইয়ে আহমেদাবাদে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ গড়ে ব্যাঙ্গালুরু। জবাবে বাটলারের উড়ন্ত সেঞ্চুরিতেই বিদায় ঘন্টা বাজে কোহলিদের। বাটলারের সিজনের চর্তুথ সেঞ্চুরিতে ভর করে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় রাজস্থান। ফলে আগামী ২৯ মে'র ফাইনালে নবাগত গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।

এদিন ১৫৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে ব্যাট করতে থাকেন জস বাটলার। উদ্বোধনী জুটিতেই জসওয়ালকে নিয়ে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। ১৩ বলে ২১ রান করা জসওয়ালের বিদায়ে ভাঙে ৬১ রানের জোট। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন বাটলার। ব্যাঙ্গালুরুর বোলারদের পিটিয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি। 

দ্বিতীয় উইকেটেও স্যামসনের সঙ্গে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন এই ইংলিশ ওপেনার। ব্যাক্তিগত ৬৬ রানে উইকেটের পেছনে বাটকার ক্যাচ দিলেও, সেটা লুফতে ব্যর্থ হন দিনেশ কার্তিক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই রাজস্থান ওপেনারকে। মাঝে অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট হারালেও, দেবদূত প্যাডিক্যালকে নিয়ে জয়ের জয়ের লক্ষ্যে ডুব দেন বাটলার।

দলকে জয়ের বন্দরে রেখে প্যাডিকেল ফিরলেও, আসরে নিজের চর্তুথ সেঞ্চুরি তুলে নেন বাটলার। আর তাতেই ১১ বল হাতে রেখে, দীর্ঘ ১৪ বছর পর আইপিএলের ফাইনালে উঠে রাজস্থান রয়্যালস। ১০ টি করে চার ও ৬টি করে ছক্কায় ৬০ বলে ১০৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন বাটলার। ব্যাঙ্গালুরুর পক্ষে জস হ্যাজেলউড নেন দুইটি উইকেট। 

এর আগে টস হেরে ব্যাট করে গত ম্যাচের সেঞ্চুরিয়ান রজত পতিদারের হাফ সেঞ্চুরিতে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানের সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৪টি করে চার ও ৩টি করে ছক্কায় ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন রজত। অধিনায়ক ফাফ ডু প্লেসির ব্যাট থেকে আসে ২৫ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ২৪ রান। রাজস্থানের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন প্রসিধ কৃষ্ণা ও ওবেদ ম্যাককয়। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...