ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান পান্ডিয়া
প্রকাশিত: ৩১ মে ২০২২ ০২:৫৫

নট আউট ডেস্কঃ অফফর্ম, ইনজুরি সবমিলিয়ে একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এরপর পুর্নবাসন প্রক্রিয়া সেরে জাতীয় দলে ফিরলেও, ফেরা হয়নি আগের রূপ। এমনকি আইপিএলের দীর্ঘদিনের সম্পর্ক মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেও ধরে ফাটল। ফলে এবার তাই দলটিও রিটেইন করেনি তাকে। তবে এতো ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে পান্ডিয়া জ্বালান আশার মশাল।আইপিএলের নবাগত দল গুজরাট টাইটান্সও রাই তাঁর উপর রেখেছিল পূর্ণ আস্থা। আইপিএল শেষে গুজরাটের আস্থার প্রতিফলন মাঠেই দেখালেন হার্দিক পান্ডিয়া। দেখিয়ে দিলেন চাইলে এভাবেও ফিরে আসা যায়।
আইপিএলের ফাইনাল খেলা কিংবা ট্রফি জেতা নতুন কিছু নয় পান্ডিয়ার জন্য। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চারটি আইপিএল শিরোপা জিতেছেন তিনি। তবে অন্য সব আসরের চাইতে পান্ডিয়া নিঃসন্দেহে এগিয়ে রাখতে চাইবেন আইপিএলের পঞ্চদশ আসরকেই। কেননা আইপিএলে প্রথমবার সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে করেছেন চ্যাম্পিয়ন। অথচ আসর শুরুর আগেও গুজরাট জিতবে আইপিএল শিরোপা, এমন বাজি ধরেনি কেউই। সেই অসাধ্যকেই দাপটের সঙ্গে খেলে বাস্তবে রূপ দিলেন হার্দিক পান্ডিয়ারা। দলে তারকা ছড়াছড়ি না থাকলেও, এই তারকা দলকে বেঁধেছিলেন এক সুতোয়।
গুজরাটকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করা, হার্দিক এইবার তাই স্বপ্ন দেখেন আরও বড়। ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন পান্ডিয়া। সব ঠিক থাকলে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশের হয়ে করবেন প্রতিনিধিত্ব। আগামী বছরই আবার ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। তাই পান্ডিয়া এখন থেকেই বুনতে শুরু করেছেন স্বপ্ন। জিততে চান দেশের হয়ে বিশ্বকাপ।
গুজরাটকে চ্যাম্পিয়ন করার পর, হার্দিক পান্ডিয়া বলেন, ‘ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই। আমি অবশ্যই আমার দলকে সামনে রাখি। আমার লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা। ভারতের হয়ে খেলা সবসময়ই স্বপ্নের মতো। সবসময় দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়।’
উল্লেখ্য, মনে রাখার মতোই এক আইপিএল শেষ করেছেন পান্ডিয়া। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি, ব্যাটে-বলেও দুর্দান্ত ছিলেন তিনি। ফাইনালে বল হাতে গুরুত্বপূর্ণ তিন উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে করেন ৩৪ রান। হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়ও। এবারের আসরে ১৫ ম্যাচে ৪৪.২৭ গড়ে রান করেছেন ৪৮৭। খুব বেশি উইকেট না পেলেও বল হাতে ওভার প্রতি মাত্র সাত রান (৭.২৭) খরচ করে নিয়েছেন ৮টি উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: