ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বিপিএলে ফিরতে চায় কুমিল্লা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৪

গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা। ফাইল ছবি গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি হতে বিসিবির কাছে আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ৩০ আগস্ট। নির্ধারিত সময়ে ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করেছে ৯টি প্রতিষ্ঠান। কিন্তু সেই তালিকায় ছিল না বিপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

তবে কাগজ-পত্র জমা দেয়ার জন্য বিসিবির কাছে বাড়তি সময় চেয়ে দলটি। এজন্য বিসিবিকে চিঠি দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এখন কুমিল্লার আবেদন গ্রহণ করা এবং তাদেরকে সুযোগ দেয়া হবে কিনা, এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার বিসিবি সূত্রে জানা গেছে, সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং হতে পারে। সেখানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হবে, কুমিল্লার ভাগ্য নির্ধারণও হবে।

সূত্র জানায়, নির্ধারিত সময়ে আসলে ৯টা আবেদন জমা পড়েছে। কুমিল্লা একটা আবেদন দিয়েছে, তারা যে কোনো কারণে নির্ধারিত সময়ে কাগজ-পত্র জমা দিতে পারেনি। তারা বাড়তি সময়ে চেয়েছে। 

এবার তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি করবে বিসিবি। আগামী তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পাবে প্রতিষ্ঠানগুলো। প্রতিটি আসরে সাতটি করে দল অংশ নিবে। কুমিল্লা যুক্ত হলে আগ্রহী প্রতিষ্ঠানের সংখ্যা হবে ১০। দল পাবে সাতটি প্রতিষ্ঠান।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...