সাকিবের ফেরার ম্যাচে জিতল গায়ানা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:২২

নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে প্রথম ৬ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে তাই জয়ের বিকল্প ছিল না দলটির জন্য। এমন ম্যাচেই গায়ানার একাদশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর জয় নিয়েও মাঠ ছেড়েছে গায়ানা। যদিও ৭ ম্যাচে মাত্র ২ জয়ে তলানিতেই ঠাঁই হয়েছে সাকিবদের।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে শাই হোপের ব্যাট থেকে৷ শেষ দিকে ৬ ছক্কায় ৪২ রান করেন স্মিথ। জবাবে, ব্র্যান্ডন কিংয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে পাল্টা আক্রমণ করে জ্যামাইকা তালাওয়াস। তবে হয়নি লাভ। জয় থেকে ১৩ রান দূরে থাকতেই গুটিয়ে যায় ১৬৬ রানে। ব্যাট হাতে শূন্য রানে ফেরা সাকিব, বল হাতে নিয়েছেন ১ উইকেট।
গায়ানার দেওয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই কেনার লুইসের উইকেট হারায় জ্যামাইকা। এরপর ব্র্যান্ডন কিং ও ক্রিক ম্যাকেঞ্জির ব্যাটে লড়াইয়ে ফিরে তাঁরা৷ তবে দলীয় পঞ্চাশ পার করতেই জোড়া উইকেট হারায় জ্যামাইকা। ১৫ রান করা ম্যাকেঞ্জি রান আউটে কাটা যাওয়ার পর, রভম্যান পাওয়েল ফিরেন তাহিরের শিকার হয়ে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে জ্যামাইকা। বাকিদের আসা যাওয়ার মিছিলে একাই লড়াই করেন ওপেনার ব্র্যান্ডন কিং। তাতেই ম্যাচে ফেরার আশা টিকে থাকে জ্যামাইকার। এই ওপেনার হাফ সেঞ্চুরি তুলে, সাকিবদের উপর চড়াও হয়ে ব্যাট করতে থাকেন। শেষ দিকে জিততে জ্যামাইকার ৩ ওভারে সমীকরণ মেলাতে হতো ৪৮ রানের। মাঝে এক পসলা বৃষ্টিতে বন্ধ থাকে খেলা৷
বৃষ্টি থামলে খেলা পুনরায় মাঠে গড়ালে, দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন কিং। জিততে শেষ ওভারে জ্যামাইকার প্রয়োজন ছিল ২০ রান। তবে সেঞ্চুরিয়ান কিংয়ের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় জ্যামাইকা। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই ১৬৬ রানে গুটিয়ে যায় রভম্যান পাওয়েলের দল৷ ১২ রানের জয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
৮ চার ও ৫ ছক্কায় ৬৬ বলে ব্র্যান্ডন কিং করেন ১০৪ রান। গায়ানার পক্ষে দুটি করে উইকেট নেন স্মিথ, তাহির ও মোতি। নিজের প্রথম তিন ওভারে ২৮ রান খরচ করা সাকিব, ৩০ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন শাই হোপ৷ এছাড়া শেষ দিকে ৬ ছক্কায় ঝড়ো ৪২ রান করেন ওডেন স্মিথ। কিমো পল অপরাজিত থাকেন ২৪ রানে। এছাড়া গোল্ডেন ডাক মেরে ফিরেন সাকিব আল হাসান। জ্যামাইকার পক্ষে তিন উইকেট নেন মোহাম্মদ নাবী৷ ক্রিস গ্রিনের শিকার দুই উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: