ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

স্বীকৃত ক্রিকেটে সাকিবের '১১০০' উইকেট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৮

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এখন উইন্ডিজে। সিপিএলের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে আজ (বৃহস্পতিবার) সকালে খেলে ফেলেছেন এই আসরে নিজের প্রথম ম্যাচটাও৷ ব্যাট হাতে ব্যর্থ হলেও, বল হাতে সাকিব নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট।

আর তাতেই  এক অনন্য রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।জ্যামাইকার হয়ে খেলা ফ্যাবিয়ান অ্যালেনকে আউট করার মাধ্যমে স্বীকৃত ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

১০৯৯ উইকেট নিয়ে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে আজ সকালে মাঠে নেমেছিলেন সাকিব। গায়নার হয়ে চার নম্বরে ব্যাট করতে এসে ফিরেছিলেন রানের খাতা খোলার আগেই। এরপর বল হাতেও শুরুর তিন ওভারে খরচ করেছিলেন ২৮ রান। তবে ১৬তম ওভারে বোলিংয়ে মাত্র ২ রান খরচ করে নেন অ্যালেনের উইকেট।

যা গায়ানার জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে গুদাকেশ মোতির হাতে ধরা পড়েন অ্যালেন। তাতেই স্বীকৃত ক্রিকেটে নিজের ১১০০তম উইকেটের দেখা পেয়ে যান বিশ্বসেরা। 

আইসিসির স্বীকৃত ক্রিকেটে সাকিব আল হাসান প্রথম উইকেটটি পেয়েছিলেন ২০০৫ সালে ২০ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে ‘এ’দলের ওপেনার ভুসিমুজি সিবান্দাকে এলবিডব্লু করেন সাকিব। এরপর প্রায় দেড় যুগ ধরে সাকিব, বল হাতে সাজিয়েছেন উইকেটের পসরা।

গত বছর মার্চে ঘরের মাঠে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসকে ফিরিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হাজার উইকেট স্পর্শ করার পর, এবার স্পর্শ করেন ১১০০ উইকটের মাইলফলক।

উল্লেখ্য, ১৭ বছরের স্বীকৃত ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশ ছাড়াও সাকিব মাতিয়েছেন বিদেশি লিগেও। এর মধ্যে রয়েছে আইপিএল থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটও৷ এখন পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে সাকিব খেলেছেন ৭৪১টি ম্যাচ।

যেখানে ৯৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে নিয়েছেন ৩২৫ উইকেট। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৭২টি ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা ৩৫৫টি। বিশ্বজুড়ে ফ্র‍্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানো সাকিব, টি-টোয়েন্টি খেলছেন সর্বোচ্চ ৩৭০টি। যেখানে এই বাঁহাতির উইকেট সংখ্যা ৪২০টি। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...