ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কর্নওয়ালে বিধ্বস্ত সাকিবের গায়ানা, ফাইনালে বার্বাডোস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২০:০১

সাকিব পেয়েছেন ১ উইকেট। গেটি ইমেজ সাকিব পেয়েছেন ১ উইকেট। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আগের ম্যাচেই টেবিল টপার বার্বাডোসের বিপক্ষে, ঝড়ো হাফ সেঞ্চুরিতে গায়ানাকে জিতিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম কোয়ালিফায়ারেও বার্বাডোসের মুখোমুখো হয়েছিল গায়ানা। তবে এবার জয় নিয়ে ফিরতে পারেনি সাকিবরা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বার্বাডোস রয়্যালস।

এদিন আগে ব্যাট করে  রাকিম কর্নওয়াল ও আজম খানের হাফ সেঞ্চুরিতে ১৯৫ রানের পাহাড় গড়ে বার্বাডোস রয়্যালস। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১০৮ রানেই গুটিয়ে যায় সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৮৭ রানের জয়ে ফাইনালে উঠেছে বার্বাডোস। বল হাতে দাপুটে বোলিংয়ে ১ উইকেট নেওয়া সাকিব, ব্যাট হাতেও করেছেন মাত্র ১ রান।

১৯৬ রানের পাহাড় টপকাতে নেমে, ইনিংসের প্রথম ওভারেই গুরবাজর উইকেট হারায় গায়ানা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। হাল ধরতে ব্যর্থ হয়েছে হোপ-সাকিবরা। তাতেই ৩২ রানের মধ্যে  চার উইকেট খুইয়ে বসে গায়ানা। পঞ্চম উইকেট জুটিতে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক শিমরন হেটমায়ার ও কিমো পল। 

দলীয় ৬১ রানে ব্যক্তিগত ১৩ রান করা কিমো পলের বিদায়ের পর, ফের খেই হারায় গায়ানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তাঁরা। বাকিদের আসা যাওয়ার মিছিলে হেটমায়ার করেন সর্বোচ্চ ৩৭ রান। শেষ দিকে জুনিয়র সিনক্লিয়ারের ব্যাটে দলীয় একশ পার করে গায়ানা। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রানে থামে সাকিবদের ইনিংস। ফলে, ৮৭ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে বার্বাডোস রয়্যালস।

এর আগে টস হেরে ব্যাট করে ১৯৫ রানের পাহাড় থেকে বার্বাডোস রয়্যালস। ২ চার ও ১১ ছক্কায় ৫৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাকিম কর্নওয়াল। ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৫২ রান করেন আজম খান৷ কাইল মেয়ার্স করেন ২৬ রান। গায়ানার পক্ষে তিন ওভারে ২২ রান খরচ করে সাকিব নেন রাকিম কর্নওয়ালের উইকেট।

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...