জানুয়ারিতে পর্দা উঠছে বিপিএলের
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২ ০৮:৩৭

নট আউট ডেস্কঃ সব ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে। আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচে। যেখানে প্রথমটা চট্টগ্রাম ও সিলেটের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা আড়াইটায়। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। ম্যাচটি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। বাকি দিনগুলোয় দিনের প্রথম খেলা গড়াবে বেলা দুইটায়, অন্যটি সন্ধ্যা ৭টায়।
মোট তিনটি ভেন্যুতেই শেষ হবে বিপিএলের এবারের আসর। যেখানে ঢাকা ছাড়াও, বিপিএল অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে ও সিলেটে। যেখানে গ্রুপ পর্বের প্রথম ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর বিপিএল পাড়ি জমাবে চট্টগ্রামে, সেখানে হবে গ্রুপ পর্বের পরের ১২টি ম্যাচ।
এরপর ফের বিপিএল ফিরবে ঢাকায়। দ্বিতীয় ধাপে ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএলের ৪টি ম্যাচ। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। শেষ পর্বে ফের বিপিএল ফিরবে রাজধানী ঢাকায়। সেখানেই গ্রুপ পর্বের বাকি ১০ ম্যাচ, দুই কোয়ালিফায়ার, এক এলিমিনেটর ও ফাইনাল অনুষ্ঠিত। গ্রুপ পর্বের ম্যাচে রিজার্ভ ডে'র ব্যবস্থা না থাকলেও, নক আউট ও কোয়ালিফায়ার স্টেজে থাকবে রিজার্ভ ডে।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: