টসের পর একাদশ নির্বাচন করা যাবে এসএ টোয়েন্টিতে
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩ ২৩:৪৬

নট আউট ডেস্কঃ ক্রিকেটে চিরায়িত ঐতিহ্যের একটি টসের সময় দুই দলের অধিনায়কদের একাদশের তালিকা জমা দিতে হয়। আন্তর্জাতিক থেকে ঘরোয়া সবক্ষেত্রেই দেখা যেত এই চিত্র। তবে নিয়ম কিংবা ঐতিহ্য সব কিছু বদলে নতুন নিয়ম এনেছে দক্ষিন আফ্রিকার এসএ২০ লিগ। প্রথমবারের মত হতে যাওয়া এই লিগে টসের পর একাদশ নির্বাচন করতে পারবে অধিনায়ক।
লিগের এই পদ্ধতিতে টসের আগে ১৩ জন ক্রিকেটারের তালিকা জমা দিবে দলগুলো। টস শেষে বেঁছে নেওয়া যাবে ১১ জন খেলোয়াড়কে। আরও একটি নতুন নিয়ম যোগ করতে যাচ্ছে টুর্নামেন্ট কতৃপক্ষ। যদি রান আউটের জন্য করা থ্রোতে বল স্টাম্পে না লাগে তাহলে পরবর্তিতে ওভারথ্রো রান যোগ হবে না।
আয়োজকরা মনে করছেন করেন এর ফলে ফিল্ডাররা আরও ইতিবাচক এবং আক্রমণাত্বক ফিল্ডিং করার জন্য উৎসাহী হবেন। প্রতি ম্যাচেই বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ থাকছে দলগুলোর। এসএ২০ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য সাধারণত দলগুলো ৪ পয়েন্ট পাবে। তবে কোন দল যদি +১.২৫ রান রেট ধরে রেখে জয় পায় তাহলে তারা এক পয়েন্ট বোনাস পাবে।
এদিকে ফ্রি হিট ডেলিভারিতেও চমক রাখছে টুর্নামেন্টের আয়োজকরা। ফ্রি হিট ডেলিভারিতে যদি বল স্টাম্প ভাঙে তাহলে ব্যাটাররা কোন রান নিতে পারবে না। এতসব নিয়মের মাঝেও স্পটলাইটে টসের পর একাদশ নির্বাচন। কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে এবারই প্রথম দেখা যাবে এমন নিয়ম।
এসএ২০ লিগের মতো বেশ কিছু চমকপ্রদ নিয়ম আছে বিগ ব্যাশ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। যেখানে বিগ ব্যাশে দেখা মেলে পাওয়ার সার্জ, ব্যাশ বুস্ট এবং এক্স-ফ্যাক্টর। আইপিএলের এবারের আসরে দেখা যাবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। এদিকে চমকপ্রদ সব নিয়ম নিয়ে ১০ জানুয়ারি মাঠে গড়াচ্ছে এসএ২০। যেখান প্রথম ম্যাচে মাঠে নামবে এমআই কেপটাউন ও পার্ল রয়্যালস।
-নট আউট/এমআরএস
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: