ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১০

পেশোয়ার জালমির জার্সিতে সাকিব। ফাইল ছবি পেশোয়ার জালমির জার্সিতে সাকিব। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর মাতাতে পাকিস্তান যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলবেন পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে। এর আগে প্লেয়ার্স ড্রাফটসে অবিক্রীত ছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তিনি। 

পিএসএলে সাকিব অবশ্য পরিচিত মুখই। এর আগে একাধিক আসরে খেলেছেন তিনি। ২০১৬ সালে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে করেছিলেন দুর্দান্ত পারফর্মেন্স। এবার নিজের সেই পুরনো দল'ই ভিড়িয়েছে তাকে। অবশ্য আগামী ১ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। তাই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব।

পিএসএলে মোট পাঁচ ম্যাচ খেলার সুযোগ হচ্ছে সাকিবের। ১৪ ফেব্রুয়ারির পর ১৭, ২০, ২৩ ও ২৬ ফেব্রুয়ারির ম‌্যাচগুলো খেলতে সাকিবকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। 

সামনেই ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। যে কারণে সাকিব খেলবেন ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পেশোয়ার জালমি। সেখানেই দেখা যেতে পারে সাকিবকে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...