পয়সা উসুল ম্যাচে শেষ বলে জিতল লাহোর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৬

নট আউট ডেস্কঃ পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানের উদ্বোধনী ম্যাচ ছিল জমে ক্ষীর। শ্বাসরুদ্ধকর ম্যাচে মুলতানকে ১ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স।
মুলতানে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নামে লাহোর কালান্দার্স। ফখর জামানের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত জয়ের আশা জাগিয়েও ৬ উইকেট হারিয়ে মুলতান তুলতে পারে ১৭৪ রান। তাতেই রোমাঞ্চকর ম্যাচে ১ রানের জয় তুলে নেয় শাহিন আফ্রিদির দল।
১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, দুই ওপেনার শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় মুলতান সুলতানস। উদ্বোধনী জুটিতে এই দু'জন গড়ে দেন জয়ের ভিত্ত। ৭৪ বলে এই দু'জন মিলে যোগ করেন ১০০ রান। ৩৫ রান করা শান মাসুদকে ফিরিয়ে মুলতান শিবিরে প্রথম আঘাত হানেন হুসেন তালাত।
শান মাসুদ ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মিলারকে নিয়ে দলকে রাখেন কক্ষপথে। লাহোরের বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠা রিজওয়ানকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। ফেরার আগে মুলতান কাপ্তান করেন ৫০ বলে ৭৫ রান (৮ চার ও ১ ছক্কা)৷ এরপর ২৫ রান করা মিলারকে ফিরিয়ে লাহোরকে ম্যাচে ফেরান হ্যারিস রউফ।
শেষ দিকে কাইরান পোলার্ডের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে মুলতান সুলতানস। জিততে হলে শেষ ওভারে দলটির প্রয়োজন ছিল ১৫ রান। ইনিংসের শেষ ওভার করতে আসা জামান খানের দৃঢ়তায় সেই সমীকরণ হয়ে দাঁড়ায় এক বলে ৬ রানে। শেষ বলে খুশদিল শাহ ৪ রানের বেশি তুলতে না পারলে, শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় লাহোর কালান্দার্স।
এর আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে সক্ষম হয় লাহোর কালান্দার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া আরেক ওপেনার মির্জা বেগ করেন ৩২ রান। হুসেন তালাত ২০, শাই হোপ ১৯ ও সিকান্দার রাজা অপরাজিত থাকেন ১৯ রান করে। মুলতানের পক্ষে দুইটি করে উইকেট নেন উসামা মির ও ইহসানউল্লাহ।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: