ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

তীরে এসে ডুবল করাচি, খরুচে বোলিং সাকিবের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৭

কষ্টার্জিত জয়ে আসর শুরু পেশোয়ারের। ছবিঃ পিসিবি কষ্টার্জিত জয়ে আসর শুরু পেশোয়ারের। ছবিঃ পিসিবি

নট আউট ডেস্কঃ জয় দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু করল সাকিবের পেশোয়ার জালমি। রান উৎসবের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২ রানের জয় পেয়েছে দলটি। ব্যাট হাতে ১ রানে অপরাজিত থাকা সাকিব, বল হাতে ছিলেন খরুচে। 

করাচিতে এদিন আগে ব্যাট করে বাবর আজম ও ক্যাডমোরের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৯৯ রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি। রানের পাহাড় টপকাতে নেমে ইমাদ ওয়াসিমের ঝড় তোলা ইনিংসের পরও করাচি কিংস থামে ১৯৭ রানে। ফলে, ২ রানের কষ্টার্জিত জয় পায় সাকিবের পেশোয়ার জালমি।

২০০ রানের পাহাড় টপকাতে নেমে, করাচি কিংসের ওপেনার সারজিল খান ফিরেন রানের খাতা খোলার আগে। এরপর দলীয় পঞ্চাশ পার করার আগেই ম্যাথু ওয়েড (২৩), হায়দার আলী (১২) ও কাসিম আকরামের (৭) উইকেটের হারিয়ে বিপাকে পড়ে করাচি কিংস। পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম। 

এই দু'জন এরপর রীতিমতো ঝড় তোলেন করাচিতে। তাতেই ম্যাচে ফিরে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়াসিম। সাকিবদের উপর চড়াও হয়ে হারতে বসা ম্যাচে নতুন করে প্রাণ পায় করাচিরম এই দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন শোয়েব মালিকও।

জিততে শেষ দুই ওভারে করাচির প্রয়োজন ছিল ২৪ রান। ১৯ তম ওভারে ৮ রান খরচায় শোয়েব মালিকের উইকেট তুলে নেন ওয়াহাব রিয়াজ। ৫২ রান করা মালিক ফিরলে ভাঙে, ওয়াসিমের সঙ্গে ১৩০ রানের জোট। এরপর খুররামের করা ইনিংসের শেষ ওভারে ১৩ রানের বেশি তুলতে পারেনি করাচি। ফলে ২ রানের জয় পায় পেশোয়ার জালমি।

৭ চার ও ৪ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন ওয়াসিম। পেশোয়ারের পক্ষে দুইটি করে উইকেট নেন জিমি নিশাম ও ওয়াহাব রিয়াজ। ৩ ওভারে ৩২ রান খরচায় উইকেটশূন্য ছিলেন সাকিব।

এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি। ৭ চার ও ৬ ছক্কায় ৫০ বলে ঝড়ো ৯২ রানের ইনিংস খেলেন ক্যাডমোর। এছাড়া ৪৬ বলে ৬৮ রান করেন অধিনায়ক বাবর আজম। জিমি নিশাম ১৬ ও সাকিব অপরাজিত থাকেন ১ রানে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...