অখ্যাত ইহসানে পুড়ে ছাঁই কোয়েট্টা
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪২

নট আউট ডেস্কঃ চলতি পিএসএলে প্রথম দুই ম্যাচ ছিল হাই স্কোরিং, লড়াইটা হয়েছিল সেয়ানে সেয়ানে। তবে, তৃতীয় ম্যাচে এসে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে মুলতান সুলতানস। হার দিয়ে আসর শুরু করা দলটি, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে করেছে রীতিমতো বিধ্বস্ত। দুর্দান্ত জয়ে চলতি সিজনে প্রথম জয়ের দেখা পেয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।
মুলতানে এদিন আগে ব্যাট করতে নেমে, মুলতানের তরুণ পেসার ইহসানউল্লাহ'র তোপের মুখে পড়ে কোয়েট্টা। তাতেই মাত্র ১১০ রানে গুটিয়ে যায় দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে মুলতান হারায় কেবল শান মাসুদের উইকেট। রাইলি রুশোর বিধ্বংসী ব্যাটিংয়ে কোয়েট্টার সেই রান মুলতান টপকে যায় মাত্র ৮১ বলে।
১১১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই শান মাসুদের উইকেট হারায় মুলতান। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও রাইলি রুশো। রিজওয়ান একপ্রান্তে ঠাণ্ডা মেজাজে রান তুললেও রুশো ছিলেন আগ্রাসী। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট।
হাফ সেঞ্চুরি তুলে নেন রুশো৷ এরপর জয়ের বন্দরে পৌঁছাতে খুব একটা সময় নেয়নি মুলতান। ৩৯ বল ও ৯ উইকেট হাতে রেখেই রিজওয়ান-রুশো শতাধিক রানের জোটে বড় জয় তুলে নেয় দলটি। মুলতানের ৯টি চার ও ৩টি ছক্কায় রুশো খেলেন ৪২ বলে ৭৮ রানের ইনিংস। ওয়ানডে মেজাজে ব্যাট করা রিজওয়ান করেন ৩৪ বলে ২৮ রান।
এর আগে ব্যাট করে ৭ বল বাকি থাকতেই বোর্ডে মাত্র ১১০ রান তুলে গুটিয়ে যায় কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। দলটির পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার জেসন রয়। এছাড়া হাসনাইনের ব্যাট থেকে আসে ২২ রান। মোহাম্মদ হাফিজ ১৮ ও নওয়াজ করেন ১৪ রান।
চলতি আসরে প্রথম ৫ উইকেট শিকারের দিনে ক্যারিয়ার সেরা বোলিং করে মুলতানের পেসার ইহসানউল্লাহ। মাত্র ১২ রান খরচ করে এই পেসাএ ফেরান কোয়েট্টার ৫ ব্যাটারকে। এছাড়া আব্বাস আফ্রিদি ও সামেন গুল নেন ২ উইকেট করে।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: