করাচিকে হারিয়ে পিএসএল শুরু ইসলামাবাদের
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩২

নট আউট ডেস্কঃ চলমান পিএসএলে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে করাচি কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ইমাদ ওয়াসিমের দলের হার ৪ উইকেটের।
করাচিতে এদিন আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ করে করাচি। লক্ষ্য তাড়ায় কলিন মুনরো ২৮ বলে ঝড়ো ৫৮ রানে ভর করে, ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই আসরে প্রথম জয় তুলে নেয় ইসলামাবাদ।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, এদিন শুরুতেই দুই ওপেনার হাসান নওয়াজ (৭) পল স্টার্লিংয়ের উইকেট (৪) হারায় ইসলামাবাদ। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন র্যাসি ভ্যান ডার ডুসেন ও কলিন মুনরো। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট।
৩১ রান করা ডুসেনের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর মুনরোর ব্যাটে চড়ে দলীয় একশ পার করে ইসলামাবাদ। আজম খানকে নিয়ে এরপর ইসলামাবাদকে জয়ের পথেই রাখেন মুনরো। হাফ সেঞ্চুরি তুলে নেন এই কিউই তারকা। চর্তুথ উইকেট জুটিতে এই দু'জন যোগ করেন ৫৬ রান। ব্যক্তিগত ৫৮ রানের মাথায় রান আউটে কাটা পড়েন মুনরো।
দলীয় দেড়শ পার করতেই ৪৪ রান করা আজম খানের বিদায়ে খানিকটা বিপাকে পড়ে ইসলামাবাদ। এরপর ফাহিম আশরাফের ১২ ও টম ক্যারানের ১০ রানে ভর করে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। করাচির পক্ষে মোহাম্মদ আমির ও মুহাম্মদ মুসা নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি করাচি কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন হায়দার আলী। এছাড়া ওপেনার সারজিল খান করেন ৩৪ রান। ইরফান খানের ব্যাট থেকে আসে ১৯ রান। ইসলামাবাদের পক্ষে ২টি করে উইকেট নেন রুম্মান রেস, মোহাম্মদ ওয়াসিম ও টম ক্যারান।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: