গাপটিলের ম্যাজিকাল সেঞ্চুরি, হ্যাটট্রিক হার করাচির
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪২

নিউজ ডেস্কঃ মাত্র ৩২ রানে টপ অর্ডারের চার ব্যাটার হারিয়ে ধুকতে থাকা কোট্টার স্কোরলাইন শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৮ রান। এই রানের মধ্যেই মার্টিন গাপটিলের ১১৭, অসাধারণ এই ইনিংসের কল্যানেই করাচি কিংসকে ৬ রানে হারিয়েছে সরফরাজরা।
করাচিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাপটিলের সেঞ্চুরি ও ইফতিখার আহমেদের ৩২ রানের উপর ভর করে নিধারিত ২০ ওভারে ১৬৭ রান করে কোট্টা গ্ল্যাডিয়েটরস। করাচি কিংসের হয়ে ইমাদ ওয়াসিম ও আমির ইয়ামিন ৩টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে কোট্টার মত করাচিও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৩৫ রানে ৩ ও ৭৬ রানে ৫ উইকেট হারায় তারা। এরপরে শোয়েব মালিকের অপরাজিত ৭১ রানের ক্যামিও ইনিংসও হার এড়াতে পারেনি করাচি কিংসের।
দুই ম্যাচে এটি প্রথম জয় কোট্টার আর টানা হ্যাটট্রিক হারে এখনও জয়ের খাতা খুলতে পারেনি করাচি শিবির।
নট আউট/ডব্লিউআর।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: