ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মুলতানের কাছে পাত্তাই পেল না ইসলামাবাদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৪

বড় জয় পেয়েছে রিজওয়ানের মুলতান। ছবি: পিসিবি বড় জয় পেয়েছে রিজওয়ানের মুলতান। ছবি: পিসিবি

নট আউট ডেস্কঃ চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তৃতীয় জয়ের দেখা পেয়েছে মুলতান সুলতানস। নিজেদের চর্তুথ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। 

মুলতানে রবিবার দিনের প্রথম খেলায়, আগে ব্যাট করে স্বাগতিক মুলতান ১৯০ রানের পাহাড় গড়ে। দলটির পক্ষে জোড়া হাফ সেঞ্চুরি করেন ডেভিড মিলার ও মোহাম্মদ রিজওয়ান। জবাব দিতে নেমে, মুলতান পেসার আব্বাস আফ্রিদির তোপে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দলটি।

১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, শুরুতেই ওপেনার পল স্টার্লিংয়ের উইকেট হারায় ইসলামাবাদ। আরেক ওপেনার হাসান নওয়াজও ফিরে যান দ্রুত। তৃতীয় উইকেট জুটিতে কলিন মুনরোকে নিয়ে দলের হাল ধরেন র‍্যাসি ভ্যান ডার ডুসেন। দু'জনই দ্রুত রান তুলে ইসলামাবাদকে রাখেন কক্ষপথে।

এই দু'জন গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর ইসলামাবাদ শিবিরে জোড়া আঘাত হানেন উসামা মির। ৩১ রান করা মুনরোকে ফেরানোর পর এই লেগি ওই ওভারেই ফেরান শাহাদ খানকে। এরপর তাসের ঘরের মতো ভেঙেছে ইসলামাবাদের মিডল অর্ডার। আব্বাস আফ্রিদির তোপে শেষ ৮ রান তুলতেই দলটি হারায় শেষ ৫টি উইকেট। 

শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ডুসেন। মুলতানের পক্ষে একাই চারটি উইকেট নেন আব্বাস আফ্রিদি। এছাড়া উসামা মির, ইহসানউল্লাহ ও মোহাম্মদ ইলিয়াস নেন দুইটি উইকেট। 

এর আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের পাহাড় গড়ে মুলতান সুলতানস। ২৫ বলে ঝড়ো ৫২ রানের ইনিংস খেলেন ডেভিড মিলার। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৫০ রান। রাইলি রুশো ৩৬ ও কাইরান পোলার্ড করেন ৩২ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...