দুর্দান্ত হাসনাইনেও জয় বঞ্চিত কোয়েট্টা
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৪

নট আউট ডেস্কঃ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব বিহীন পেশোয়ার জালমি। করাচিতে পেশোয়ারের জয়টা এসেছে ৪ উইকেটের।
এদিন আগে ব্যাট করে ইফতেখার আহমেদের হাফ সেঞ্চুরিতে ১৫৪ রান সংগ্রহ করে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। জবাবে, রভম্যান পাওয়েল ও জিমি নিশামের ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় পেশোয়ার জালমি।
করাচিতে ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পেশোয়ার। ইনিংসের প্রথম দুই ওভারেই দলটি সংগ্রহ করে ২৯ রান। এরপর পেশোয়ারের শিবিরে জোড়া আঘাত হানেন মোহাম্মদ হাসনাইন। ১৮ রান করা ওপেনার হ্যারিসকে ফেরানোর পরের বলেই ফেরান সিয়াম আইয়ুবকে। দলীয় পঞ্চাশ পার করার আগে দলটি হারায় ক্যাডমোরের উইকেটও।
এরপর অধিনায়ক বাবর আজম থিতু হয়েও করতে পারেনি ইনিংস লম্বা। পঞ্চম উইকেট জুটিতে পেশোয়ারের হাল ধরেন রভম্যান পাওয়েল ও জিমি নিশাম। এই দু'জনের ব্যাটে জয়ের কক্ষপথে থাকে পেশোয়ার। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের ইনিংসে দলীয় একশ পার করে দলটি।
কোয়েট্টার বোলারদের দারুণভাবে শাসন করা পাওয়েল ফিরলে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় এই ক্যারিবিয়ান করেন ২৩ বলে ৩৬ রান। এরপর নিমাশের ব্যাটে জয়ের দারপ্রান্তে পৌঁছে যায় পেশোয়ার৷ দলকে জয়ের বন্দরে রেখে ২৩ বলে নিশান ফিরেন ৩৮ রান করে। এরপর বাকি কাজটা দাসুন শানাকা ও ওয়াহাব রিয়াজের ব্যাটে করে পেশোয়ার।
শেষ পর্যন্ত ৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পেশোয়ার জালমি। কোয়েট্টার পক্ষে একাই তিনটি উইকেট নেন মোহাম্মদ হাসনাইন।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: