ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

জয় দিয়ে আইপিএলে শুভসূচনা গুজরাটের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩ ১০:২০

রশিদের ব্যাটে জয়ে শুরু গুজরাটার। ছবি: টুইটার রশিদের ব্যাটে জয়ে শুরু গুজরাটার। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৬তম আসরের উদ্ভোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস কে ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চেন্নাইয়ের দেওয়া ১৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে এবারের আসর শুরু করেছেন হার্দিক পান্ডিয়ার দল।

এর আগে শুরুতে টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে নেমে শুরুতে ডেভিড কনওয়ে উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। তবে শুরুর সে ধাক্কা সামলে নেন ঋতুরাজ গাইকুয়াদ ও মঈন আলী। তাদের দুইজনের ৩৬ রানের পার্টনারশিপে ঘুরে দাড়ায় চেন্নাই। তবে দলীয় ৫০ রানে আফগান লেগ স্পিনার রশীদ খানের বলে আউট হয়ে ১৭ বলে ২৩ রান করেন মঈন আলী।

এরপর প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। তবে এক প্রান্ত আগলে রেখে ৫০ বলে ৯২ রানের এক ঝলমলে ইনিংস খেলেন ঋতুরাজ গাইকুয়াদ। আলজারী জোসেফের বলে আউট হওয়ার আগে ৯ ছক্কা ও ৪ চারের সাজানো ছিল তার ইনিংস। শেষ দিকে অধিনায়ক মাহেন্দ্র সিং ধনীর ৭ বলে ১৪ রানের ছোট্ট ক্যামিও ইনিংসের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ দাড় করায়। গুজরাটের হয়ে দুটি করে উইকেট শিকার করেন রশিদ খান , মোহাম্মদ সামী ও আলজারী জোসেফে।

যার জবাবে ওপেনিং জুটিতেই ৩.৫ ওভারে ৩৭ রান যোগ করে দলীয় সংগ্রহে। পরে রাজাবর্ধনের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ঋদীমান সাহা। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২৫ রান। ২য় উইকেটে শুভমান গিল ও সাই সুর্দশন মিলে ৫৭ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান। এর মধ্যে শুভমান গিল তুলে নেন তার আইপিএল ক্যারিয়১৪তম অর্ধশত।

এরপর দলীয় ৯০ রানে সাই সুর্দশনকে প্যাভিলিয়নের পথ ধরান রাজাবর্ধন। এরপর অল্প সময়ের মধ্যে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শুভমান গিলে আউট করে খেলা জমিয়ে তুলেন রবীন্দ্র জাদেজা ও তুসার দেশপান্ডে। তবে শেষ দিকে গুজরাটের অলরাউন্ডার বিজয় শংকর ও রাহুল টেওয়াটিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে চার বল এবং ৫ উইকেট হাতে রেখে জয়ে তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন গুজরান টাইটেন্স। 

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরুষ্কার জিতেছেন গুজরাট টাইটেন্সর রশীদ খান। বল হাতে তার শিকার ২ উইকেট এবং ব্যাট হাতে ৩ বলে করেন ১০ রান।

 

-নট আউট/এএডি/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...