ক্যাচ ধরতে গিয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ২০:৪০

কেন উইলিয়ামস। ছবি: বিসিসিআই
কেন উইলিয়ামস। ছবি: বিসিসিআইনট আউট ডেস্কঃ চলমার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিউই তারকা কেন উইলিয়ামসনের মাঠ মাতানোর কথা ছিল গুজরাট টাইটান্সের হয়ে। আইপিএলের উদ্বোধনী ম্যাচেও খেলতে নেমেছিলেন এই কিউই তারকা। কিন্তু সেই ম্যাচই এবার উইলিয়ামসনকে ছিটকে দিলো আইপিএলের পুরো আসর থেকেই।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের। ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে ডান হাঁটুতে চোট পান উইলিয়ামসন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর সতীর্থদের কাঁধে ভর করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। এবার গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি আইপিএলে আর মাঠে নামা হচ্ছে না কেন উইলিয়ামসনের।
বিজ্ঞাপন

undefined
আনুষ্ঠানিক এক বিবৃতিতে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টুর্নামেন্ট শুরুর ম্যাচে চোট পাওয়ার জেরে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। আমরা আমাদের টাইটান্সের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং আশা করছি তিনি দ্রুত মাঠে ফিরবেন।’
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: