আইপিএল খেলার স্বপ্নপূরণ লিটলের, ভুলতে চান না কোনদিন
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ২১:০৩

নট আউট ডেস্কঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন অবস্থান করছে বাংলাদেশে। অন্যদিকে দলটির অন্যতম তারকা পেসার জশ লিটল আইপিএল মাতাতে অবস্থান করছেন ভারতে। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলেও অভিষেক হয়ে গেছে এই তারকা ক্রিকেটারের জশ লিটলের।
আইপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই গুজরাট টাইটান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল যাত্রা শুরু করেছেন লিটল। দল জিতলেও বল হাতে বেশ খরুচেই ছিলেন এই পেসার। ৪ ওভার বল করে আম্বাতি রায়ডুর উইকেট নিলেও, খরচ করেছেন ৪১ রান। তবে সেসব ছাপিয়ে রোমাঞ্চিত এই আইরিশ তারকা।ম্যাচ শেষে সতীর্থ রশিদ খানের সাথে ভাগাভাগি করেছেন সেই অভিজ্ঞতা।
আইপিএলের একটি ভিডিওতে রশিদ খানকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে লিটল বলেন, ‘প্রথমত জয় পাওয়াটা দারুণ ব্যাপার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত এটা আমার জন্য অনেক সম্মানের, আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে পারছি বলে। এক লাখ দর্শকের সামনে খেলাটা বিশেষ কিছু। এ দিনটা আমি কখনো ভুলবো না।'
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: