ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আইপিএল থেকে নাম প্রত্যাহার সাকিবের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ০৪:০৫

সাকিব আল হাসান ও লিটন দাস। ফাইল ছবি সাকিব আল হাসান ও লিটন দাস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএলে যাওয়া নিয়ে বেশ কদিন ধরেই গরম ছিল বিসিবি চত্ত্বর। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য আইপিএলের শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি বাংলাদেশ দলের এই দুই নির্ভরযোগ্য তারকা। দুজনেরই খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে। তবে, এবার মতের বদল করে আইপিএলের এবার আসর থেকে নাম প্রত্যাহার করে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সাধারণত প্রতিটি ফ্র‍্যাঞ্চাইজি খেলোয়াড়কে দলে ভেড়ায় পুরো সিজনের জন্য। কিন্তু বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় সাকিব ও লিটনকে পুরো সিজনের জন্য পাচ্ছে না কলকাতা। সে হিসেবেই ফ্র্যাঞ্চাইজিটি সিদ্ধান্ত নিয়েছে যে এ দুজনের পরিবর্তে নতুন ক্রিকেটার দলে ভেড়াতে।

দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় কলকাতার সেই সিদ্ধান্তে রাজি হয়ে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে সাকিব তার নাম প্রত্যাহার করে নিলেও প্রথমবার আইপিএলে ডাক পাওয়া লিটন দাস নাম প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি অনুযায়ী লিটনের সিদ্ধান্ত মানতে বাধ্য হয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ করেই আইপিএলের উদ্দেশ্যে ভারতে উড়াল দিবেন লিটন দাস। এরপর আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরের আগে ফের এই তারকা ব্যাটারকে আইপিএল থেকে চলে আসতে হবে। মাঝের এই সময়টায় আইপিএলে খেলার জন্য এভেলেবেল থাকবেন লিটন।

 

 

 -নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...