ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কলকাতায় সাকিবের বদলি রয়, কিনলো চড়া দামে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ২১:০১

ইংলিশ তারকা ওপেনার জেসন রয়। ফাইল ছবি ইংলিশ তারকা ওপেনার জেসন রয়। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার কথা ছিল দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও লিটন দাসের। তবে, জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়া কলকাতার নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারও চোটের কারণে আইপিএলে থাকছেন দর্শক হয়েই।

এবার এই দু'জনের অনুপস্থিতিতে দলের ব্যাটিং গভীরতা বাড়াতে ইংলিশ তারকা জেসন রয়কে চওড়া দামে দলে ভিড়িয়েছেন ফ্র‍্যাঞ্চাইজিটি। আইপিএল নিলামে অবিক্রীত থাকা রয়ের ভিত্তিমূল্য ছিল ১.৫ কোটি ভারতীয় রুপি। তবে তাকে দলে নিতে কেকেআরকে গুনতে হয়েছে ২.৮ কোটি ভারতীয় রুপি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রয়কে কেকেআর নেওয়ার এই তথ্য নিশ্চিত করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। অবশ্য আইপিএলে এর আগে একাধিক আসরে খেলেছেন জেসন রয়। ২০১৭ ও ১৮ মৌসুমে খেলার পর, সবশেষ ২০২১ সালে এই ইংলিশ তারকা মাতিয়েছেন আইপিএল। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে সেবার ৫ ম্যাচে মাত্র ১৫০ রান করতে পেরেছিলেন রয়। 

সাম্প্রতিক সময়ে অবশ্য দারুণ ছন্দে রয়েছেন জেসন রয়। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে কদিন আগেই খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। পেশোয়ার জালমি বিপক্ষে এই তারকা ওপেনার খেলেন ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রয় করেছেন দেড় হাজারের বেশি রান।  

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...