রাহানে ঝড়ে বিধ্বস্ত মুম্বাই
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ০৫:৫৭

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের এবারের আসরে নিজেদের ২য় ম্যাচ খেলতে নেমে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে রোহিত শর্মার দল। আর অন্যদিকে তিন ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.১ ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই জয় পায়।
এর আগে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধনী। আগে ব্যাট হাতে নেমে মুটামুটি ভালো শুরু পায় মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিশান মিলে উদ্ভোদনী জুটিতে করেন ৩৮ রান। এরপরই তুশার দেশপান্ডের বলে বোল্ড হয়ে ১৩ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন রোহিত শর্মা। এরপরেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। ঈশান কিশানের ২১ বলে ৩২ এবং শেষ দিকে টিম ডেভিডের ৩১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা।
যার জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চেন্নাই ওপেনার ডেভিড কনওয়ে কোনো রান না করেই ফিরে যান সাজঘরে। তবে এরপরেই ঝতুরাজ গাইকোয়াদ ও রাহানে মিলে ৮২ রানের জুটি গড়েন। যেখানে ব্যাট হাতে মাত্র ১৯ বল খেলে মুম্বাইয়ের বোলারদের তুলোধুনো করে অর্ধশত তুলে নেন রাহানে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৬১ রান। তবে প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ঝতুরাজ। চেন্নাইয়ের হয়ে শেষ দিকে ১৬ বলে ২০ রানের ছোট্ট একটি ক্যামিও ইনিংস খেলেন আম্বাতি রায়ডু। আর তাতেই ১৮.১ ওভার খেলেই ৭ উইকেটের জয় নিশ্চিত হয় চেন্নাওয়ের।
বল হাতে অনবদ্য ভূমিকার জন্য এই ম্যাচে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন রবীন্দ্র জাদেজা।
-নট আউট/এএডি/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: