ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ধোনির পরামর্শেই ধোনির রেকর্ড ভাঙলেন রাহানে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ২০:০৯

চলতি আসরে দ্রুততম হাফ সেঞ্চুরি রাহানের ব্যাটে। ছবি: আইপিএল চলতি আসরে দ্রুততম হাফ সেঞ্চুরি রাহানের ব্যাটে। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ হার দিয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শুরু করলেও, টানা দুই জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজা ও মিচেল স্যান্টনারের স্পিন ঘূর্ণির পর, অজিঙ্কা রাহানের রেকর্ড হাফ সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে স্রেফ উড়িয়ে দিয়েছেন ধোনিরা।

চেন্নাইয়ের জার্সিতে এদিন নিজের অভিষেক ম্যাচে রীতিমতো ঝড় তুলেছিলেন অজিঙ্কা রাহানে। মুম্বাইয়ের বিপক্ষে আইপিএলের চলতি আসরে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। সেই সাথে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রায় এক যুগ আগের এক পুরনো রেকর্ডও ভেঙেছেন রাহানে।  

মুম্বাইয়ের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল চেন্নাই। রানের খাতা খোলার আগেই এদিন ওপেনার ডেভন কনওয়ের উইকেট হারায় দলটি। তিনে নেমে অজিঙ্কা রাহানে তুলেন ঝড়৷ মুম্বাইয়ের বোলারদের পাড়ার বোলার বানিয়ে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার। শেষ পর্যন্ত ২৭ বলে রাহানে ঝড় থেমেছিল ৬১ রানে। 

১৯ বলে হাঁকানো রাহানের এই হাফসেঞ্চুরি চেন্নাইয়ের আইপিএলে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে গত আসরে ১৯ বলে মঈন আলীও হাফ সেঞ্চুরি। তবে ২০১৪ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে হাঁকানো সুরেশ রায়নার হাফ সেঞ্চুরি, আইপিএলে চেন্নাইয়ের দ্রুততম রেকর্ডে রয়েছে শীর্ষে। অন্যদিকে ২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিপক্ষেই ২০ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ ১১ বছর বাদে সেই রেকর্ডটি ভেঙেছেন রাহানে। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাহানে বলেন, ‘আমি সব সময়ে ওয়াংখেড়েতে (মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড) খেলা উপভোগ করি। আমি এখানে কখনও টেস্ট ম্যাচ খেলিনি। আমি এখানে একটি টেস্ট খেলতে চাই। মাহি ভাই এবং ফ্লেমিং সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওরা সবাইকে স্বাধীনতা দেয়। মাহি ভাই আমাকে ভালো প্রস্তুতি নিতে বলেছেন।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...