ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ধাওয়ানের ‘১’ রানের আক্ষেপ, হেসেখেলে জিতল হায়দ্রাবাদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৯:৪৪

দাপুটে জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ছবি: আইপিএল দাপুটে জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম ম্যাচে এসে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজেস হায়দারাবাদ। তারা নিজেদের ৩য় ম্যাচে পাঞ্জাব কিংস কে হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। হায়দ্রাবাদ রাজীব গান্দী স্টেডিয়ামে পাঞ্জাবের দেওয়া ১৪৩ রানের মাঝারি লক্ষ তাড়া করতে নেমে ১৭.১ ওভারেই জয় তুলে নেয় সানরাইজেস হায়দ্রাবাদ। 

এর আগে টসে জিতে ঘরের মাঠে আগে বল করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। শুরুতে বল করতে নেমে পাঞ্জাব কিংসের ব্যাটারদের চেপে ধরেন হায়দ্রাবাদ বোলাররা। যার শুরু করেন ওপেনার প্রাবিশিমরান কে শূন্য রানে ফিরিয়ে ভুবনেশ্বর কুমার। এরপর মার্কো জনসন,উমরান মালেক ও মায়ানক মার্খান্ডের বোলিং তোপের মুখে অসহায় হয়ে পরেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা।

এদিন শর্ট, জাতিশ শর্মা ও সিকান্দার রাজারা সাজঘরে ফিরেন এক অংকের ঘরের রান করে। তবে একদিকে ঠিকই দাঁড়িয়ে ৬৬ বলে ৯৯ রান অসাধারন এক ইনিংস খেলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। তার এবং স্যাম কারানের ২২ রানের সুবাদে পাঞ্জাব ১৪৪ রানের মাঝারি মানের টার্গেট ছুড়ে দেয় হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদের হয়ে এই ম্যাচে ১৫ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন

মায়ানক মার্খান্ড এবং দুটি করে উইকেট নেনে মার্ক জেনসন ও উমরান মালেক।

যার জবাব দিতে নেমে ইনিংসের শুরুতে হেরি ব্রুক ও মায়ানক আগ্রায়ালের উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায় হায়দ্রাবাদ। তবে সে চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি রাহুল ত্রিপাটি ও অধিনায়ক মার্করাম। তাদের ১০০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭ বল আর ৮ উইকেটের বিশাল ব্যবধানে এবারের আসরের নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সানরাইজেস হায়দ্রাবাদ। ম্যাচ শেষে ত্রিপাটির ব্যাট থেকে আসে ৪৮ বলে ৭৪ রান এবং অধিনায়ক অপরাজিত থাকেন ২১ বলে ৩৭ রান করে।

হেরেও নিজের অনবদ্য ভূমিকার জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান।

 

-নট আউট/এএডি/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...