শতক হাঁকিয়ে নিন্দুকদের জবাব দিতে পেরে উচ্ছ্বসিত ব্রুক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ১৯:০৫

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে বেশ চওড়া দামেই সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছিল ইংলিশ তারকা হ্যারি ব্রুককে। এই ইংলিশ তারকা ব্যাটারকে কিনতে হায়দ্রাবাদলে গুনতে হয়েছিল ভারতীয় টাকায় ১৩.২৫ কোটি। তবে শুরুতে দামের সাথে হ্যারি ব্রুক মিলাতে পারেননি প্রত্যাশা। প্রথম তিন ম্যাচেই ব্রুকের ব্যাট থেকে আসে মাত্র ২৯ রান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল তীব্র সমালোচনা।
এর মাঝেই শুক্রবার রাতে হেসেছে হ্যারি ব্রুকের ব্যাট। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৫৫ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস। যা কিনা চলতি আইপিএলের প্রথম ও আইপিএল ক্যারিয়ারে হ্যারি ব্রুকের প্রথম সেঞ্চুরি। দুর্দান্ত এই ইনিংস খেলে নিন্দুকদের মুখের উপর যোগ্য জবাব দিতে পেরে উচ্ছ্বসিত ব্রুক।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রুক বলেন, ‘আমি নিজের উপর একটু চাপ নিয়ে ফেলেছিলাম। সোশ্যাল মিডিয়াতে সকলে আমাকে ফালতু বলছিল। সেখানে অনেক ভারতীয় ভক্তও রয়েছে, যারা আজ (শুক্রবার) বলবে, এই রাতে আমি কিছু দারুণ করেছি। কিন্তু কয়েক দিন আগে ওরাই আমাকে স্লেজিং করেছে। আমি খুশি যে, তাদের মুখ বন্ধ করতে পেরেছি।’
চলতি বছর এই নিয়ে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। আগের চারটা সেঞ্চুরি জাতীয় দলের হয়ে হাঁকিয়েছেন লাল বলের ক্রিকেটে। কলকাতার বিপক্ষে ওপেনিং নেমে সেঞ্চুরি হাঁকানো ব্রুক৷ ইংল্যান্ডের জার্সিতে সব গুলো সেঞ্চুরি করেছেন ৫ নম্বরে ব্যাট করে। তাই ওপেনিং কিংবা ৪/৫ নম্বর যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি তিনি। ‘বেশির ভাগ লোকই বলে, টি-টোয়েন্টিতে ওপেন করাটা সেরা। তবে আমি যে কোনও জায়গায় ব্যাট করতে পছন্দ করি। পাঁচে ব্যাট করে আমার প্রচুর সাফল্য রয়েছে। আমি সেই পজিশনে নিজের নাম একেবারে খোদাই করে দিয়েছি। আমার আগের চারটে টেস্ট সেঞ্চুরিও কম কিছু নয়।’ যোগ করে বলেন ব্রুক।
আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকানোর দিনে গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রুকের বান্ধবী। হায়দ্রাবাদ ইনিংস শেষে উচ্ছ্বসিত ব্রুক বলেন, ‘আমার বান্ধবী এখানে আছে কিন্তু আমার পরিবারের বাকিরা চলে গিয়েছে, আমি জানতাম তারা চলে গেলেই আমি রান করব। আমি নিশ্চিত ওরা সকলেই আমার জন্য খুব খুশি হবে।’
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: