ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজকে একাদশে রেখে বোলিংয়ে দিল্লি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ২২:০২

দিল্লির একাদশে মুস্তাফিজ। ফাইল ছবি দিল্লির একাদশে মুস্তাফিজ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম তিন ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছিলেন দিল্লির চর্তুথ ম্যাচে। তবে, বল হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই টাইগার তারকা। যদিও আরও একবার এই বাঁহাতি পেসারের উপর আস্থা রেখেছে দলটি।

চার ম্যাচ খেলে সবকটিতেই হারের স্বাদ পাওয়া দিল্লির একাদশে এসেছে পরিবর্তন। একাদশে ফিরেছেন মিচেল মার্শ। তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন রভম্যান পাওয়েল। অন্যদিকে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডেভিড উইলির পরিবর্তে তারা একাদশে ফিরিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। এছাড়া অভিষেক হচ্ছে বৈশাক বিজয়কুমারের।

দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, ইয়াশ ধুল, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান খান, ললিত যাদব, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া ও মুস্তাফিজুর রহমান। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভিরাট কোহলি, মহিপাল লকরোল, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, ওয়েন পার্নেল, মোহাম্মদ সিরাজ ও বৈশাক বিজয়কুমার।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...