ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বল হাতে খরুচে মুস্তাফিজ, হেরেই চলছে দিল্লি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ০১:৫৩

দারুণ জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। ছবি: আইপিএল দারুণ জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। নিজেদের পঞ্চম ম্যাচে তারা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে। এদিন বল হাতে ভীষণ খরুচে ছিলেন টাইগার তারকা মুস্তাফিজুর রহমান। 

ব্যাঙ্গালুরুতে এদিন আগে ব্যাট করে ভিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে কোহলির ব্যাট থেকে। এছাড়া মহিপাল লমলোর করেন ২৬ রান। শেষ দিকে শাহবাজ আহমেদের ব্যাট থেকে আসে ২০ রান। দিল্লির পক্ষে ৩ ওভার হাত ঘুরিয়ে কোন উইকেট না পেয়ে ৪১ রান খরচ করেন মুস্তাফিজুর রহমান। 

জবাব দিতে নেমে ব্যাঙ্গালোরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মনীষ পান্ডে। শেষ দিকে অ্যানরিখ নরকিয়ার অপরাজিত ২৩ রান কমিয়েছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত দেড় শ পার করেই থামে দিল্লির ইনিংস। ফলে, ২৩ রানের হারে আসরে পঞ্চম হারের স্বাদ পায় দলটি।

১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাঙ্গালোরের বোলারদের তোপের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস। বোর্ডে মাত্র ৩০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ আর ফেরা হয়নি দিল্লির। 

বাকিদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন মনীষ পান্ডে। তাকে কিছুটা সঙ্গ দেন অক্ষর প্যাটেল ও আমান খান। তাতেই হাফ সেঞ্চুরি পান পান্ডে। অক্ষর প্যাটেল ফিরেন ২১ রানে, আমানের ব্যাট থেকে আসে ১৮ রান। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া পান্ডের ইনিংস এরপর হয়নি স্থায়ী। হাসারাঙ্গার শিকার হয়ে ৫ চার ও ১ ছক্কায় ফিরেন ইনিংস সর্বোচ্চ ৫০ রান করে।

শেষ দিকে অ্যানরিখ নরকিয়া আনবিটেন ২৩ রান কমিয়েছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ করে ১৫১ রান। আরসিবির পক্ষে অভিষিক্ত বিজয়কুমার নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...