ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আগস্টে জিম্বাবুয়েতে টি-টেন টুর্নামেন্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:২০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলংকার পরে জিম্বাবুয়েতে শুরু হতে যাচ্ছে টি-টেন টূর্ণামেন্ট। আগামী আগস্টে প্রথম আসরের পর্দা উঠবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়েতে এই লিগ শুরুতে সহযোগিতা করছে টি-টেন গ্লোবাল স্পোর্টস। 

 

জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড চেয়ারম্যান তাভেঙ্গভা মুকুলানি বলেছেন, এ লিগ ক্রিকেট অনুরাগিদের দারুণভাবে বিনোদিত করবে। আশা করি, খেলোয়াড়দের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বিনিয়োগকারীদের বড় ধরনের মুনাফা হবে।

 

তিনি বলেন, ‘আমাদের নিজস্ব ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টেন লিগের উন্মোচন করতে পেরে আমরা রোমাঞ্চিত, একটি শক্তিশালী ফরম্যাট। আমরা বিশ্বাস করি আমাদের দ্রুতগতিতে পাল্টে যাওয়া বিশ্বে ঠিক এখন এটাই দরকার। আমরা আত্মবিশ্বাসী যে জিম আফ্রো টি-টেন লিগ বিশ্বের ভক্তদের রোমাঞ্চিত করবে, এর বাণিজ্যিক অংশীদারের জন্য বড় অর্জন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ক্রিকেটের অগ্রগতি হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক রোডম্যাপ তৈরি হবে।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...